রোববার   ১৮ মে ২০২৫   জ্যৈষ্ঠ ৩ ১৪৩২   ২০ জ্বিলকদ ১৪৪৬

কাতালানরা ভাবছে না নেইমারকে নিয়ে!

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১০:২৬ এএম, ২৮ জুন ২০১৯ শুক্রবার

দুই বছর আগে নেইমার রেকর্ড ২২২ মিলিয়ন ইউরোতে প্যারিস সেইন্ট জার্মেইতে (পিএসজি) যোগ দিয়েছিলেন। তবে এবার ঘরে ফিরতে চান এ ব্রাজিল তারকা। এ ব্যাপারে বার্সেলোনার সহ-সভাপতি জর্ডি কার্দোনের জানিয়েছেন এই গ্রীষ্মে নেইমার বার্সেলোনার ফিরতে চায়। তবে নেইমারকে ফেরানোর বিষয়টি এখনো ভেবে দেখেনি কাতালানরা।

জানা গেছে পিএসসি নেইমারকে ছেড়ে দিতে চাচ্ছে। বার্সা বিষয়টি নিয়ে কিছুটা আগ্রহ দেখিয়েছে। তবে সহ-সভাপতি কার্দোনের এমন আগ্রহের বিষয়টি অস্বীকার করেছেন।

বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে কার্দোনের বলেছেন, ‘আমি যতদূর জানি বার্সেলোনা এখনো নেইমারকে ফেরাতে কোনো পদক্ষেপ নেয়নি। এমনকী আমরা তাকে চাচ্ছিও না। বোর্ড বিষয়টি নিয়ে এখনো কোনো আলোচনা করেনি। তবে নেইমার বার্সায় ফিরতে চাচ্ছে। তার বিষয়টি এখনো টেবিলে ওঠেনি। এটা সত্য নয় যে বার্সা নেইমারকে ফেরাতে উদগ্রিব।’

 

‘এটা আসলে একটা প্রক্রিয়া। যেটা আমাদের জানাতে হবে। ভবিষ্যতে কী হবে সেটা জানি না। তবে এটা আমাকে বিস্মিত করেনি যে একজন খেলোয়াড় যে বার্সা ছেড়ে চলে গেছে এবং এখন আবার ফিরতে চাচ্ছে। আসলে বার্সা এবং বার্সেলোনার মতো খুব বেশি জায়গা নেই। সে কারণেই অনেকে এই ক্লাব ছেড়ে গিয়েও ফিরতে চায়। নেইমার একজন ভালো খেলোয়াড়। যদিও সে বার্সেলোনা ছেড়ে গিয়েছে। এখন? তার সঙ্গে আমরা এখনো কোনো প্রকার যোগাযোগ করিনি।’ যোগ করেন তিনি।

কার্দোনের জানিয়েছেন তিনি নেইমারকে ফেরানোর বিপক্ষে অবস্থান নেবেন। কারণ, নেইমার যেভাবে বার্সেলোনা ছেড়ে গেছে সেটা সুখকর ছিল না বার্সার জন্য। এমনকী বার্সা ছাড়ার পর পাওনা টাকা আদায়ের জন্য বার্সার বিপক্ষে আইনী ব্যবস্থাও নিয়েছিল ব্রাজিলিয়ান ফরোয়ার্ড, ‘তার বার্সা ছাড়ার সময় অনেক কিছু হয়েছে। যেটা আমার পছন্দ হয়নি। আমাদের অনেক সমস্যার সমাধান করতে হয়েছে।’