রোববার   ১৮ মে ২০২৫   জ্যৈষ্ঠ ৩ ১৪৩২   ২০ জ্বিলকদ ১৪৪৬

ভারতের বিপক্ষে মাহমুদউল্লাহকে চাইছে বাংলাদেশ

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১০:২১ এএম, ২৮ জুন ২০১৯ শুক্রবার

চলতি বিশ্বকাপে সেমিফাইনালে উঠতে হলে ভারত-পাকিস্তান বাঁধা পেরতে হবে বাংলাদেশকে। ঠিক এই সময়েই চোটে পড়েছেন দলের মিডল অর্ডারের অভিজ্ঞ ব্যাটসম্যান মাহমুদুল্লাহ। তবে দলের স্বার্থে ভারতের বিপক্ষে ম্যাচে  তাকে পেতে চাইছে বাংলাদেশ।

আগামী দুম্যাচে জয় পেলে সেমিফাইনালে যাবে বাংলাদেশ। তাই শক্তিশালী ভারত ও পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দুটিতে বিশ্বস্ত মাহমুদুল্লাহর সুস্থ থাকাটা গুরুত্বপূর্ণ।

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ের সময় কাফ মাসলে টান ধরে মাহমুদুল্লাহর। ফিজিও থিলান চন্দ্রমোহনের পরিচর্যার পর তিনি ব্যাটিং চালিয়ে গেলেও দ্বিতীয়ার্ধে আর ফিল্ডিংয়ে নামনেনি।

 

পরে দলের পক্ষ থেকে জানানো হয়, হাসপাতালে স্ক্যান করে দেখা যায় মাহমুদুল্লাহর পেশি সামান্য ছিঁড়ে গেছে, চিকিৎসকদের ভাষায় যাকে বলে ‘গ্রেড ওয়ান টেয়র’।

চন্দ্রমোহন বলেন, ‘ভাগ্যক্রমে মাহমুদুল্লাহর পেশির চোট খুব গুরুতর নয়। আগামী কয়েক দিনে কতটা উন্নতি হচ্ছে, তার ওপর আমরা নজর রাখব। তার পরেই বোঝা যাবে পরের ম্যাচে ও খেলতে পারবে কি না।’

তবে টিম ম্যানেজার খালেদ মাহমুদ সুজনের বিশ্বাস, আগামী এক সপ্তাহে পুরোপুরি সুস্থ হয়ে ভারতের বিরুদ্ধে নামতে পারবেন মাহমুদুল্লাহ।
তিনি বলেন, ‘মানছি এটা গ্রেড ওয়ান টেয়র, কিন্তু আমাদের তো আর কালকেই ম্যাচ খেলতে হচ্ছে না। হাতে এখনো সময় আছে। খেলতে পারবেই এ রকম দাবি করছি না, তবে ৫০-৫০ চান্স আছে।’

ভারতের বিপক্ষে মাহমুদুল্লাহকে ফিরে পেতে আশাবাদী অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা বলেন, ‘মোটামুটি সেরে উঠলেই ও ভারতের বিরুদ্ধে নেমে পড়বে। শারীরিকভাবে যদি কিছুটা দুর্বলতা থাকেও, সেটা ও মানসিক শক্তি দিয়ে পুষিয়ে দেবে।’

 

গত বিশ্বকাপে বাংলাদেশের অন্যতম নায়ক ছিলেন মাহমুদউল্লাহ। ইংল্যান্ড আর নিউজিল্যান্ডের বিরুদ্ধে পরপর দুই ম্যাচে সেঞ্চুরি করে দলকে কোয়ার্টার ফাইনালে পৌঁছে দিয়েছিলেন এ টাইগার ব্যাটসম্যান।