ভারতের বিপক্ষে ম্যাচে আলিম দারই থাকছেন
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৯:৩৫ এএম, ২৮ জুন ২০১৯ শুক্রবার

আলিম দারের নাম শুনলেই আঁতকে ওঠে বাংলাদেশি সমর্থকরা। বাংলাদেশেরই যেন প্রতিপক্ষ এই পাকিস্তানি আম্পায়ার। প্রইপক্ষ যে-ই হোক, বাংলাদেশের বিপক্ষে দু’চারটা ভুল সিদ্ধান্ত যেন তাকে অমোঘ নিয়মের মতো নিতেই হবে। এবার ভারতের বিপক্ষে বাংলাদেশের বাঁচা-মরার লড়াইয়েও থার্ড আম্পায়ার হিসেবে থাকবেন আলিম দার।
কোন ম্যাচে কারা আম্পায়ার থাকবেন সেটা অবশ্য আগে থেকেই নির্ধারিত থাকে। সেই হিসেবে আলিম দার ভারত-বাংলাদেশ ম্যাচে থাকবে, সেটা আগেই জানা। কিন্তু আশংকাটা নতুন।
আফগানদের বিপক্ষে ম্যাচে যেভাবে লিটন দাস ও সৌম্য সরকার আউট হলেন, তাতে আলিম দারকে নিয়ে আশংকাই স্বাভাবিক। টিভি আম্পায়ার আলিম দারের সৌম্য ও লিটনের আউটের সিদ্ধান্ত বেশ আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।
গত আসরে ভারতের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে আলিম দারের একটি সিদ্ধান্তও ছিল বিতর্কিত। রুবেলের বলে রোহিত শর্মার ক্যাচ মাহমুদউল্লাহ ধরলেও সেটিকে নো বল দেন আলিম দার। তখন এ নিয়ে সমালোচনা হয়। অতীত স্মৃতি ও সাম্প্রতিক ঘটনা সবমিলিয়ে সমর্থকদের মধ্যে রীতিমতো ক্ষোভ বিরাজ করছে। ভারতের বিপক্ষে বাংলাদেশের ম্যাচে আবার কোন বিতর্কিত সিদ্ধান্ত দিয়ে টাইগারদের স্বপ্ন ভেঙ্গে দেন আলিম দার, কে জানে!