রোববার   ১৮ মে ২০২৫   জ্যৈষ্ঠ ৩ ১৪৩২   ২০ জ্বিলকদ ১৪৪৬

স্ত্রী ও সন্তানদের নিয়ে স্ট্রবেরি বাগানে মাশরাফী

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৯:২৯ এএম, ২৮ জুন ২০১৯ শুক্রবার

আফগানিস্তানকে হারানোর পর খোশ মেজাজে আছে টাইগাররা। মঙ্গলবার থেকে দল পেয়েছে ৫দিনের ছুটি। ২ জুলাই লড়াই ভারতের সঙ্গে। ৩০ জুন ফের অনুশীলনে যোগ দেবেন টাইগাররা। এর ফাঁকে ছুটির আমেজে আছেন ক্রিকেটাররা। স্ত্রী-সন্তান নিয়ে পাঁচদিনের টানা ছুটি কাটাচ্ছেন অনেকেই। 

এই সুযোগ কাজে লাগিয়ে স্ত্রী সুমনা হক সুমি ও তাদের দুই সন্তানকে নিয়ে ঘুরতে ভুলেননি মাশরাফী বিন মোর্ত্তজা। সাউদাম্পটনের একটি স্ট্রবেরি বাগানে গিয়েছিলেন তারা।

গত ২৫ জুন (মঙ্গলবার) সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন সুমি। ছবিগুলোতে দেখা যায়, বেশ আনন্দ নিয়ে মেয়ে হুমায়রা ও ছেলে সাহেলের সঙ্গে বাগানে স্ট্রবেরি সংগ্রহে মেতেছেন তিনি। ছবিগুলোর ক্যাপশনে সুমি লেখেন, ‘দ্বিতীয়বারের মতো এই অভিজ্ঞতা হলো।’

এর আগে গত ২৩ জুন স্ত্রী উম্মে আহমেদ শিশির ও মেয়ে আলাইনা হাসান অউব্রিকে নিয়ে সাউদাম্পটনের একটি স্ট্রবেরি বাগানে গিয়েছিলেন সাকিব আল হাসান। সেখানে তাদের আনন্দ উপভোগের কথা জেনে অধিনায়ক মাশরাফীও গিয়েছিলেন।