রোববার   ১৮ মে ২০২৫   জ্যৈষ্ঠ ৩ ১৪৩২   ২০ জ্বিলকদ ১৪৪৬

বাংলাদেশের সামনে দুই ফাইনাল!

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৯:২৭ এএম, ২৮ জুন ২০১৯ শুক্রবার

বাংলাদেশ সামনে বিশ্বকাপের সেমি ফাইনাল খেলার আশা যেমন উঁকি দিচ্ছে, ঠিক তেমনি শংকাও রয়েছে। সামনে মাত্র দুটি ম্যাচ। একটু পা হড়কালেই টুর্নামেন্ট থেকে বাদ হয়ে যেতে হবে। তাই বাংলাদেশের সামনে এখন কঠিন লড়াই। কোন দলের সামর্থ্য কেমন সেটা বিবেচনা না করে বাংলাদেশকে ফাইনালের আগেই ভারত, পাকিস্তানের বিপক্ষে খেলতে হবে ফাইনাল।

মঙ্গলবার ইংল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়া জিতে বাংলাদেশের সেমিতে যাওয়ার পথ আরেকটু প্রশস্ত করেছে। তবে গতকাল বুধবার নিউজিল্যান্ডের বিপক্ষে পাকিস্তান জিতে টাইগারদের ঘাড়ের উপর শ্বাস ফেলছে। তাই সামনের দুই ম্যাচে নিজেদের সেরাটা দিয়ে দলগত পারফর্ম্যান্সের মাধ্যমে টাইগারদের সেমি ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করতে হবে।

বাংলাদেশ অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজাও জানালেন একই কথা। তিনি বলেন, ‘সেমি ফাইনালে যাওয়া নিয়ে এখন পর্যন্ত অনেক অংক কষা হয়েছে। তবে এখন ভারতের বিপক্ষে জয় ছাড়া কোন গতি নেই। কারণ সেমি-ফাইনালে খেলতে হলে আমাদেরকে অবশ্যই জয়লাভ করতে হবে। আমাদের কাছে এই ম্যাচই সেমি-ফাইনাল অথবা ফাইনাল।