মঙ্গলবার   ১১ নভেম্বর ২০২৫   কার্তিক ২৭ ১৪৩২   ২০ জমাদিউল আউয়াল ১৪৪৭

তিন উইকেট হারিয়ে বিপদে ক্যারিবীয়রা

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৯:০২ এএম, ২৮ জুন ২০১৯ শুক্রবার

ভারতের দেয়া ২৬৯ রানের লক্ষ্যে ব্যাট করছে ক্যারিবীয়রা। এর মধ্যে তিন উইকেট হারিয়ে দলীয় ৫০ রানের ঘর পার করেছে উইন্ডিজ। ব্যাট করছেন নিকোলাস পোরান ও হেটমেয়ার। এর আগে আউট হয়ে গেছেন ক্রিস গেইল, শেই হোপ ও শুনিল এ্যামব্রিস।

বিশ্বকাপের শেষ চারে জায়গা করে নিতে আজ জয় প্রয়োজন ভারতের। অন্যদিকে শেষ চারের আশা বাঁচিয়ে রাখতে চেষ্টা করবে ক্যারিবীয়রা। কিন্তু সেখানেও রয়েছে ক্যারিবীয়দের অনেক হিসেব নিকেশ। আর তাই বিশ্বকাপের ৩৪ তম ম্যাচে এসে আজ মুখোমুখি উইন্ডিজ ও ভারত।

এ রিপোর্ট লেখা পর্যন্ত উইন্ডিজের সংগ্রহ ১৮ ওভারে ৩ উইকেট হারিয়ে ৭১ রান।

 

ওল্ড ট্র্যাফোর্ডে বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় শুরু হয় এই দুই দলের মুখোমুখি লড়াই। টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি।

দলের হয়ে ব্যাটিং ওপেন করেন ক্রিস গেইল ও শুনীল এ্যামব্রিস। দলীয় ১০ রানের মাথায় শামির বল তুলে মারতে গিয়ে অসহায় আত্মসমর্পণ করেন ক্রিস গেইল। তার পরই আউট হন শেই হোপ, শামির বলে সরাসরি বোল্ড আউট হন তিনি, করেন ৫ রান। দলের হাল ধরেন এ্যামব্রিস, ৩১ রান করা এ্যামব্রিসকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে ফেরান হার্দিক পান্ডিয়া। এদিকে মাঠে উঠেই হাত খুলে মারতে যেয়ে ২৮ রানে আউট হন পোরান। কুলদ্বীপ যাদবের বল উড়িয়ে মারতে গিয়ে ধরা পড়েন শামির হাতে।    

এর আগে প্রথম ইনিংসে শক্ত ব্যাটিং লাইনের চার উইকেট হারিয়ে অনেকটা ধীর গতিতে এগোতে বাধ্য হয় ভারত। ক্যারিবীয় বোলিং কামান খেমার রোচ একাই তুলে নেন ভারতের প্রথম সারির তিন ব্যাটসম্যানকে। এর মধ্যে কোহলি, ধোনী,পান্ডিয়া ও লোকেশ রাহুলের ব্যাটিং দৃঢ়তায় ভারত ২৬৮ রান তুলতে সমর্থ হয়।

ক্যারিবীয়দের হয়ে খেমার রোচ তুলে নেন ৩ উইকেট। শেলডন কটরেল ও জেসন হোল্ডার নেন ২ টি করে উইকেট।         

 

এবারের বিশ্বকাপে ভারত আছে দারুণ ফর্মে। এখন পর্যন্ত বিশ্বকাপ আসরে কোন পরাজয় বরণ করতে হয়নি বিরাট কোহলির দলকে। আজকের ম্যাচ জিতে শেষ চার নিশ্চিত করতে চাইবে ভারত।

অন্যদিকে, উইন্ডিজের অবস্থা যাচ্ছে-তাই। মাত্র এক ম্যাচ জিতে পয়েন্ট তালিকার শেষের দিকে অবস্থান করছে তারা। আজকের ম্যাচ জিতে তারাও চাইবে টিকে থাকতে।