রোববার   ১৮ মে ২০২৫   জ্যৈষ্ঠ ৩ ১৪৩২   ২০ জ্বিলকদ ১৪৪৬

সেই ধাক্কা কাটিয়ে আবারো বাবা হচ্ছেন ওয়ার্নার

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৯:০২ এএম, ২৮ জুন ২০১৯ শুক্রবার

অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নার বল টেম্পারিং ইস্যুতে এক বছরের জন্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়েছিলেন। নিষেধাজ্ঞা কাটিয়ে এরই মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন অসি ওপেনার। 

নিষেধাজ্ঞার পর তিনি নিজেই নন, ওই সময়টার খারাপ প্রভাব পড়েছিল তার পুরো পরিবারের ওপর। এমনকি সে সময় দু’বার বাচ্চাও নষ্ট হয় ওয়ার্নারের স্ত্রীর।

অস্ট্রেলিয়ার সংবাদ মাধ্যমের এক সাক্ষাৎকারে অসি ওপেনার বলেন, সেই সময়টায় দুর্ভাগ্যজনকভাবে আমাদের দুটি বাচ্চা নষ্ট হয়েছিল। যার মধ্যে একটি সন্তান আমরা পেতে পারতাম। কিন্তু এমনটাই হলো। 

 

এবারের বিশ্বকাপে প্রত্যাবর্তনের পর থেকেই দারুণ ফর্মে ওয়ার্নার। ৭ ম্যাচ থেকে ৫০০ রান করে বর্তমানে আসরের সর্বোচ্চ রান সংগ্রাহকও তিনি। সঙ্গে তার ব্যাটে চড়ে সেমিফাইনাল খেলাও নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। নিজের ব্যাটিং ফর্মের সঙ্গে সুসংবাদ আছে অসি ওপেনারের ব্যক্তিগত জীবনেও।

সেই ধাক্কা কাটিয়ে আবারো বাবা হচ্ছেন ওয়ার্নার। সে সন্তানকে দেখতে অধীর আগ্রহেও আছেন বলে জানিয়েছেন তিনি। 

ওয়ার্নার বলেন, অনাগত সন্তানের দিকে আমি অধীর আগ্রহে তাকিয়ে আছি। এরই মধ্যে ক্রিকেটেও মনোযোগ দিতে হচ্ছে। দুটি ছোট্ট মেয়ে নিয়ে এই মুহূর্তে আমি ভীষণ খুশি। আশা করছি, তৃতীয়জনও রোববার আসবে। আমি আসলেই এটার অপেক্ষায় আছি।