এশিয়ান টেনিসে বাংলাদেশের বিদায়
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৯:০০ এএম, ২৮ জুন ২০১৯ শুক্রবার

শুরু হয়েছে পাঁচদিন ব্যাপী ‘ওয়ালটন-আইটিএফ এশিয়ান অনূর্ধ্ব-১২ দলগত টেনিস প্রতিযোগিতা-২০১৯’ । টুর্নামেন্টের এর বালক ও বালিকা উভয় বিভাগের সেমিফাইনালে উঠেছিল বাংলাদেশ। বৃহস্পতিবার সেমিফাইনালে উভয় বিভাগে হেরে ফাইনালের আশা শেষ হলো বাংলাদেশের।
বৃহস্পতিবার অফিসার্স ক্লাবে বালক বিভাগের খেলায় বাংলাদেশ ১-২ ম্যাচে নেপালের নিকট। রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে অনুষ্ঠিত বালিকা দল ০-৩ ম্যাচে ভারতের নিকট পরাজিত হয়।
বালক এককের প্রথম খেলায় বাংলাদেশের সজিব হোসেন ৬-২, ৬-৪ গেমে নেপালের প্রনভ মানানধরকে পরাজিত করলেও দ্বিতীয় এককে বাংলাদেশের নাদিম মোল্লা ৩-৬, ১-৬ গেমে অরব সম্রাট হাদার নিকট পরাজিত হয়।
ফলে নেপাল ১-১ ম্যাচে সমতা ফেরায়। বালক দ্বৈতের খেলায় বাংলাদেশের নামিদ মোল্লা ও সজিব হোসেন জুটি ১-৬, ১-৬ গেমে হেরে গেলেবাংলাদেশ বালক দল ১-২ ম্যাচে নেপালের নিকট পরাজিত হয়।
বালিকা বিভাগের খেলায় বাংলাদেশের প্রত্যাশা দাস ০-৬, ০-৬ গেমে ভারতের রিয়ার নিকট এবং বাংলাদেশের সাদিয়া আফরিন ২-৬, ০-৬ গেমে ভরতের রাজুর নিকট পরাজিত হলে দ্বৈতের খেলা বাকি থাকতেই ভারত ০-২ ম্যাচে জয় নিশ্চিত করে। দ্বৈতের খেলায় বাংলাদেশের প্রত্যাশা দাস ও সাদিয়া আফরিন জুটি ০-৬, ০-৬ গেমে ভারতের রিয়া ও দৈবাস এর নিকট পরাজিত হয়।
আগামীকাল বালক বিভাগের ফাইনালে ভারত ও নেপাল এবং বালিকা বিভাগের ফাইনালে ভারত ও শ্রীলঙ্কা মুখোমুখি হবে। ফাইনাল খেলা সকাল ৯টায় শুরু হবে। খেলা শেষে দুপুর ২টায় পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত হবে।