‘সাকিব ভাই আমার অনুপ্রেরণা’
স্পোর্টস ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১২:৩২ পিএম, ২৭ জুন ২০১৯ বৃহস্পতিবার

বাংলাদেশ ক্রিকেটের ‘পোস্টার বয়’ সাকিব আল হাসান। বিশ্বকাপের আসরে দুর্দান্ত গতিতে এগিয়ে যাচ্ছেন তিনি। ব্যাটে-বলে নিজের সেরাটা উজাড় করে দিচ্ছেন, পাচ্ছেন সাফল্যও। এবারের বিশ্বকাপে নিঃসন্দেহে সেরা পারফর্মার এই টাইগার অলরাউন্ডার। তাকে দেখে শিখছেন তার সতীর্থ, অনুজেরা। সৌম্য জানালেন, সাকিব সবার অনুপ্রেরণা।
দীর্ঘ ক্যারিয়ারের বেশিরভাগ সময় ধরে সাকিব বাংলাদেশের ক্রিকেটকে আগলে রেখেছেন। অনেক ম্যাচেই নিজের পারফর্ম্যান্সের মাধ্যমে দলকে খাঁদ থেকে টেনে তুলেছেন। গত ১০ বছরে অলরাউন্ডারদের র্যাংকিংয়ে বেশিরভাগ সময়ই ছিলেন শীর্ষে।
এবারের বিশ্বকাপে নিজেকেও ছাড়িয়ে গেলেন সাকিব। এর মধ্যেই ছয় ম্যাচে দুই সেঞ্চুরি ও ৩ অর্ধশতকের মাধ্যমে ৪৭৬ রান করেছেন, নিয়েছেন ১০ উইকেট। বিশ্বকাপে আগে এমন অসাধারণ অলরাউন্ড পারফরম্যান্স দেখাতে পারেননি আর কেউ।
সাকিবের এমন পারফর্ম্যান্সে মুগ্ধ তার সতীর্থরাও। দলের ওপেনার সৌম্য সরকার জানালেন, দল অনুপ্রেরণা পায় সাকিবের কাছ থেকে। তিনি বলেন, ‘আমাদের জন্য সাকিব ভাই অনেক বড় একটি পাওয়া। তার সঙ্গে ড্রেসিংরুমে থাকা, তাকে দেখা, এত এত রেকর্ড তার, অনেক কিছু তার কাছ থেকে শেখার আছে আমাদের। খেলা শেষ করলে হয়তো বোঝা যাবে, কত বড় কিংবদন্তি উনি। আমরা যত দেখছি, আমি নিজে অন্তত অনেক শিখছি উনার কাছ থেকে। তার ধারাবাহিকতা অনেক বড় ব্যাপার।’