ওয়ানডে র্যাংকিং শীর্ষে ভারত, অপরিবর্তিত বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১২:৩০ পিএম, ২৭ জুন ২০১৯ বৃহস্পতিবার

বিশ্বকাপ শুরু আগে যেমন ছিল। সব উল্টে গেছে বিশ্বকাপের দ্বাদশ আসরে। ওয়ানডে র্যাংকিংয়ে শীর্ষে ছিল বিশ্বকাপ আয়োজক ইংল্যান্ড। ফেভারিট হিসেবে বিশ্বকাপ শুরু করলেও সেমিফাইনালে যেতে হলেও এখন কঠিন সমীকরণ অনুসরণ করতে হবে ইয়ন মরগানের দলকে। তবে তার আগেই র্যাংকিংয়ে অব হলো দলটি। ইংল্যান্ডকে হটিয়ে শীর্ষ উঠে গেলে ভারত।
হালনাগাদকৃত র্যাংকিংয়ে ইংল্যান্ড শীর্ষস্থান থেকে নেমে গেছে দুইয়ে। আর তাদের টপকে ভারত দ্বিতীয় স্থান থেকে উঠে গেছে শীর্ষে। শীর্ষ দশের মধ্যে উত্থান ঘটেছে অস্ট্রেলিয়া ও শ্রীলংকার।
র্যাংকিংয়ে আগে ইংল্যান্ড ছিল শীর্ষে। এছাড়া ভারত দ্বিতীয়, নিউজিল্যান্ড তৃতীয়, দক্ষিণ আফ্রিকা চতুর্থ, অস্ট্রেলিয়া পঞ্চম, পাকিস্তান ষষ্ঠ, বাংলাদেশ সপ্তম, উইন্ডিজ অষ্টম, শ্রীলংকা নবম ও আফগানিস্তান দশম স্থানে ছিল। বিশ্বকাপের ম্যাচগুলোর উপর ভিত্তি করে হালনাগাদের পর এসেছে বেশ কিছু পরিবর্তন।
নতুন সংস্করণে অদলবদল হয়েছে ভারত ও ইংল্যান্ডের স্থান। নিউজিল্যান্ড রয়েছে তৃতীয় স্থানেই। দক্ষিণ আফ্রিকাকে পাঁচে ঠেলে অস্ট্রেলিয়া এক ধাপ এগিয়ে উঠেছে চতুর্থ স্থানে। অপরিবর্তিত রয়েছে পাকিস্তান (ষষ্ঠ) ও বাংলাদেশের (সপ্তম) র্যাংকিং।
উইন্ডিজকে নবম স্থানে পাঠিয়ে শ্রীলংকা উঠে এসেছে অষ্টম স্থানে। আর দ্বাদশ বিশ্বকাপের সবচেয়ে ব্যর্থ দল আফগানিস্তান দশম স্থানেই রয়েছে।