রোববার   ১৮ মে ২০২৫   জ্যৈষ্ঠ ৪ ১৪৩২   ২০ জ্বিলকদ ১৪৪৬

সাকিব অন্য জগতের ক্রিকেটার: শোয়েব

স্পোর্টস ডেস্ক 

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১২:২৯ পিএম, ২৭ জুন ২০১৯ বৃহস্পতিবার

বিশ্বকাপে ক্যারিয়ারসেরা ফর্মে আছেন সাকিব আল হাসান। ব্যাট-বল হাতে জ্বালাময়ী পারফরম্যান্সে বাংলাদেশকে টেনে নিয়ে যাচ্ছেন তিনি। 

বিশ্বমঞ্চে তার আগুনে ফর্মে রীতিমতো বিস্মিত পাকিস্তানের সাবেক স্পিডস্টার শোয়েব আখতারও। এ অলরাউন্ডারকে ভিনগ্রহের ক্রিকেটার বলে আখ্যা দিয়েছেন তিনি।

বিশ্বকাপে সেমিতে খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখতে হলে আফগানিস্তানের বিপক্ষে জিততেই হতো বাংলাদেশকে। মহাগুরুত্বপূর্ণ সেই ম্যাচে ব্যাট-বলে অতিমানবীয় পারফরম করে দলকে জিতিয়েছেন সাকিব। হাফসেঞ্চুরি হাঁকানোর পাশাপাশি বল হাতে ২৯ রান খরচায় তুলে নিয়েছেন ৫ উইকেট। 

এক ভিডিওবার্তায় শোয়েব বলেন, সাকিবের কথা বলতেই হয়। সে অন্য জগতের ক্রিকেট খেলছে। যেভাবে দলকে টেনে নিয়ে যাচ্ছে ও, এককথায় অবিশ্বাস্য। দলের সিনিয়র ক্রিকেটার হিসেবে তার ভূমিকা অনন্য।

এবারের ক্রিকেটের বৈশ্বিক টুর্নামেন্টে ব্যাটিং-বোলিং দুই বিভাগেই দ্যুতি ছড়িয়ে যাচ্ছেন সাকিব। বল হাতে ১০ উইকেট শিকারের সঙ্গে নিজের নামের পাশে রয়েছে ৪৭৬ রান ।

বিশ্বকাপের ইতিহাসে প্রথম ও একমাত্র সাকিবই ১০০০ রান এবং ৩০ উইকেট শিকারের মালিক।