আজ মুখোমুখি ওয়েস্ট ইন্ডিজ-ভারত
স্পোর্টস ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১২:২১ পিএম, ২৭ জুন ২০১৯ বৃহস্পতিবার

ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপ থেকে আগেই বিদায় নিয়েছে। অন্যদিকে, ভারত এবারের আসরের অপরাজিত দল। আজ ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে বিকেল সাড়ে ৩টায় এ দু’দল মুখোমুখি হবে। ভারতের সামনে আজ অপরাজিত থাকার চ্যালেঞ্জ।
ওয়েস্ট ইন্ডিজের সেরা তারকা ক্রিস গেইল। কিন্তু এ আসরে তিনি জ্বলে উঠতে পারেননি। তাছাড়া পুরো দলের মধ্যে বেশ একটা অগোছালো ভাব। যার ফলে বিশ্বকাপের আসরে তাদের বাকি ম্যাচগুলো কেবলমাত্র নিয়ম রক্ষার ম্যাচ। ছয় ম্যাচের চারটিতেই হেরে গেছে উইন্ডিজরা।
অন্যদিকে, ভারত আছে দারুণ ফর্মে। টুর্নামেন্টে অপরাজিত থাকার কৃতিত্বটা তাদের দখলে। পাঁচ ম্যাচের চারটিতে জিতেছে। ব্যাটিং-বোলিং দুই ক্ষেত্রেই তারা শক্তিশালী। মোদ্দাকথা, তাদের দলগত পারফর্ম্যান্স তাদের শক্তি। ভারতের বৈচিত্র্যময় বোলিং আক্রমনের কথা সবার জানা। ছয় বোলার মিলে নিয়েছেন ২৯ উইকেট।
স্পিনার জুজবেন্দ্র চাহাল ৮ উইকেট নিয়ে শীর্ষে। জাসপ্রিত বুমরাহর শিকার ৭, ভূবেনশ্বর কুমার ৫, মোহাম্মদ শামি ৪, কুলদ্বীপ যাদব ৩ আর বিজয় শঙ্কর নিয়েছেন ২ উইকেট। আজ ভারত অপরাজিত থাকার ধারাবাহিকতা ধরে রাখার উদ্দেশ্য নিয়েই মাঠে নামবে।