মিষ্টিতে ভরা বিশ্বকাপের রেপ্লিকা!
স্পোর্টস ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১২:১৮ পিএম, ২৭ জুন ২০১৯ বৃহস্পতিবার

সেমি ফাইনালে ওঠার আগেই আইসিসি ওয়ানডে বিশ্বকাপের রেপ্লিকা বানিয়ে রেখেছেন এক ভক্ত। রেপ্লিকাটি তৈরি করা হয়েছে শুধু মিষ্টি দিয়ে।
এ বিশ্বকাপ ছুঁয়েও দেখতে পারবেন যে কেউ। আবার ইচ্ছা হলে খেতেও পারবেন।
জানা যায়, ক্রিকেট বিশ্বকাপের ফাইনালের আগেই এক আজব রেপ্লিকা তৈরি করেছেন কলকাতার এক মিষ্টির কারিগর। ক্রিকেট বিশ্বকাপের আদলে বানানো এই রেপ্লিকা মিষ্টিতে ভরা।
ক্ষীর দিয়ে তৈরি করা বিশ্বকাপের এ মিষ্টি রেপ্লিকাটি বানিয়েছেন সতীশ ময়রার দোকানের মালিক সম্রাটবাবু। রেপ্লিকাটি একেবারে আসল বিশ্বকাপের মতোই বানানোর চেষ্টা করা হয়েছে।
তিনি বলেন, ২০১৮ সালে ফুটবল বিশ্বকাপের আদলে মিষ্টি বানিয়েছিলাম। এবার ক্রিকেট বিশ্বকাপের আদলে মিষ্টি দিয়ে রেপ্লিকা বানিয়েছি।