শনিবার   ২২ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৭ ১৪৩২   ০১ জমাদিউস সানি ১৪৪৭

ফুটবলার হতেন টাইগার শ্রফ

নিউজ ডেক্স

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৩:০০ এএম, ২৭ ডিসেম্বর ২০১৮ বৃহস্পতিবার

বলিউড অভিনেতা টাইগার শ্রফ। অল্প সময়ের মধ্যে দশের্কর মনে জায়গা করে নিয়েছেন তিনি। উপহার দিয়েছেন একাধিক ব্যবসাসফল সিনেমা। কিন্তু অভিনেতা না হলে কী হতেন টাইগার? এর উত্তরে ভারতীয় একটি সংবাদমাধ্যমে এ অভিনেতা বলেন, ‘একজন ফুটবল খেলোয়াড়।’

ফুটবলের প্রতি টাইগার শ্রফের ভালোবাসা ছোটবেলা থেকেই। শুধু তাই নয়, গত বছর ভারতে অনুষ্ঠিত ফুটসালের দ্বিতীয় আসরে ‘মুম্বাই ওয়ারিয়রস’ দল কিনেছিলেন। এক সাক্ষাৎকারে মুন্না মাইকেল সিনেমাখ্যাত এ অভিনেতা বলেছিলেন, ‘আমি ফুটবলের ভক্ত। ছোটবেলা থেকেই ফুটবল খেলে আসছি। আমার ইচ্ছে ছিল দেশের প্রতিনিধিত্ব করার কিন্তু ভাগ্যে অন্যকিছু ছিল। আমি যেখানেই থাকি না কেন এই খেলার প্রচারণা করে যাব এবং বিশ্বাস করি এটি এগিয়ে যাবে কারণ আমাদের অনেক সম্ভাবনা রয়েছে।’

টাইগার শ্রফ এও জানিয়েছিলেন, পদার্য় পতুির্গজ ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোর ভূমিকায় অভিনয় করতে চান তিনি। তার ভাষায়, ‘যদি সুযোগ পাই, আমি অবশ্যই রোনালদোর বায়োপিকে অভিনয় করব। কারণ আমি ফুটবল খেলতে পছন্দ করি এবং যদি কখনো সুযোগ হয় আমার ফুটবল দক্ষতা পদার্য় দেখাতে চাই।’

টাইগার শ্রফ অভিনীত পরবতীর্ সিনেমা স্টুডেন্ট অব দি ইয়ার-টু। এতে আরও অভিনয় করছেন তারা সুতারিয়া ও অনন্যা পান্ডে। এছাড়া সম্প্রতি বাঘি-থ্রি সিনেমার ঘোষণা দিয়েছেন এ অভিনেতা। বতর্মানে সিনেমাটির প্রস্তুতি নিয়ে ব্যস্ত তিনি।