শনিবার   ২২ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৭ ১৪৩২   ০১ জমাদিউস সানি ১৪৪৭

বিসজের্নর শুটিং বাংলাদেশে

নিউজ ডেক্স

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০২:৫৬ এএম, ২৭ ডিসেম্বর ২০১৮ বৃহস্পতিবার

‘বিসজর্ন’-এর সফলতার পর কৌশিক গাঙ্গুলি নিমার্ণ করেছেন এর সিক্যুয়াল। সিক্যুয়ালের নাম রাখা হয়েছে ‘বিজয়া’। নতুন বছরের জানুয়ারিতে মুক্তি পাবে ছবিটি। প্রথম কিস্তির মতো দ্বিতীয় কিস্তিতেও অভিনয় করেছেন আবির চট্টোপাধ্যায়, জয়া আহসান এবং পরিচালক নিজেই। ‘বিসজর্ন’- এর গল্প যেখানে শেষ হয়েছিল ‘বিজয়া’র গল্প শুরু হয়েছে সেখান থেকে। ‘বিজয়া’র পরও আরও বলার মতো গল্প রয়েছে। ছবির চরিত্রগুলোকে পরিণতির দিকে নিয়ে যেতে আরও দুটি কিস্তি নিমার্ণ করা হবে। ভারতীয় সংবাদ মাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন কৌশিক গাঙ্গুলি। কৌশিক বলেন, ‘বিসজের্নর চারটি পাটর্ রয়েছে। বিজয়ার পর আরও গল্প আছে। এই দ্বিতীয় কিস্তির বেঁচে যাওয়া চরিত্রগুলো নিয়েই তৃতীয় কিস্তি নিমার্ণ করা হবে। আর তার পুরো শুটিং হবে বাংলাদেশে।’

যদিও তৃতীয় কিস্তির নাম ঠিক করা হয়নি। তবে এক বছর পর সিনেমাটির কাজে হাত দেবেন বলে জানিয়েছেন পরিচালক। আর চরিত্রশিল্পী কারা থাকবেন সেটা বিজয়া দেখলেই জানা যাবে।

চতুথর্ সিক্যুয়ালের কাহিনীরও কিছুটা আভাস দিয়েছেন কৌশিক। তিনি জানান, ‘নাসির আলিকে একদিন সকালে ওই গ্রামে পাওয়া, তার আগে পদ্মার ওই গ্রামে বিয়ে হয়ে আসা গণেশ মন্ডলের সঙ্গে তার আলাপ- এগুলো কী করে হলো, সেটা বলার জন্য একটা প্রিকুয়েলও আছে। তবে পুরোটাই দশর্ক কতটা আমাদের ভালোবাসা দিচ্ছেন, তার নিরিখে হবে।’