খোশ মেজাজে ছুটি কাটাচ্ছেন মাশরাফী
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১০:৪০ এএম, ২৬ জুন ২০১৯ বুধবার

আফগানিস্তানকে হারানোর পর খোশ মেজাজে আছে টাইগার শিবির। মঙ্গলবার থেকে দল পেয়েছে ৫দিনের ছুটি। ২ জুলাই লড়াই ভারতের সঙ্গে। ৩০ জুন ফের অনুশীলনে যোগ দেবেন টাইগাররা।
এর ফাঁকে সকাল থেকেই ছুটির আমেজে আছেন ক্রিকেটাররা। স্ত্রী-সন্তান নিয়ে পাঁচদিনের টানা ছুটি কাটাতে শুরু করেছেন অনেকেই।
এ সুযোগে সাকিব আল হাসান স্ত্রী-সন্তান নিয়ে ইতিমধ্যে প্যারিসে। তবে ইংল্যান্ডেই আছেন অধিনায়ক মাশরাফী সহ বাকি সব টাইগার।
মঙ্গলবার মাশরাফির স্ত্রীর ফেসবুক টাইমলাইনে দেখা গেল পিকনিকে মেতেছেন তারা। সাউদাম্পটনে পরিবারের সদস্যদের নিয়ে ছোটখাটো চড়ুইভাতি করলেন টাইগার ক্যাপ্টেন। যেখানে ছেলে-মেয়ে ও স্ত্রী নিয়ে কেটেছে দারুণ সময়।
দুই সন্তান ছাড়াও মাশরাফির সঙ্গে আছেন তার ছোট ভাই মোরসালিন বিন মোর্ত্তজা।
দলের সামনে বিশ্বকাপ সেমি-ফাইনালে খেলার হাতছানি। এজন্য অবশ্য পরের দুই ম্যাচে ভারত-পাকিস্তানকে হারাতে হবে টাইগারদের!