জানুয়ারিতে পূজার ‘প্রেম আমার-২’
নিউজ ডেক্স
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০২:৪৯ এএম, ২৭ ডিসেম্বর ২০১৮ বৃহস্পতিবার
ওপার বাংলার সুপারহিট সিনেমা ‘প্রেম আমার’। রাজ চক্রবতীর্ পরিচালিত ও সোহম চক্রবতীর্ অভিনীত সিনেমাটি ২০০৯ সালে মুক্তি পায়। মুক্তির নয় বছর পর নিমির্ত হয়েছে সিনেমাটির সিক্যুয়েল। তবে ‘প্রেম আমার-২’ সিনেমায় থাকছেন না সোহম-পায়েল। এতে অভিনয় করেছেন নতুন জুটি পূজা চেরি ও আদৃত। এটি নিমার্ণ করেছেন রাজ চক্রবতীর্র সহকারী বিদুলা ভট্টাচার্য।
যৌথ প্রযোজনায় নিমির্ত সিনেমাটির শুটিং শেষ। এখন মুক্তির প্রস্তুতি নিচ্ছে সিনেমা সংশ্লিষ্টরা। আগামী ২৫ জানুয়ারি সিনেমাটি বাংলাদেশ ও কলকাতায় মুক্তি পাবে বলে গণমাধ্যমকে জানান প্রযোজক আব্দুল আজিজ। এটি প্রযোজনা করেছে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও ভারতের রাজ চক্রবতীর্ প্রোডাকশন।
পূজা-আদৃত ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন প্রবীর দাস, তুলিকা বসু, সৃষ্টি পান্ডে, নাদের চৌধুরী, চম্পা প্রমুখ। এছাড়া একটি গুরুত্বপূণর্ চরিত্রে দেখা যাবে সৌরভ দাসকে। পূজা-আদৃত জুটির প্রথম সিনেমা ‘নূর জাহান’। যৌথ প্রযোজনায় নিমির্ত এ সিনেমা গত ১৬ ফেব্রুয়ারি দুই দেশে মুক্তি পায়।
