শুক্রবার   ১১ জুলাই ২০২৫   আষাঢ় ২৭ ১৪৩২   ১৫ মুহররম ১৪৪৭

গভীর রাতে বিমানবন্দরে অর্জুন-মালাইকা!

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১০:০২ এএম, ২৬ জুন ২০১৯ বুধবার

চোখে কালো চশমা। কাঁধে ব্যাগ। হাতে টানা ট্রলি। দ্রুত সাংবাদিকদের এড়িয়ে মুম্বাই বিমানবন্দরের ভিতরে ঢুকে গেলেন অর্জুন কাপুর এবং মালাইকা আরোরা। সোমবার রাতে যুগল অবশ্য ফ্রেমবন্দি হয়েছেন। কিন্তু নিশ্চুপে কোথায় গেলেন, তা নিয়ে অবশ্য মুখ খোলেননি।

যদিও মালাইকা বা অর্জুন কেউই প্রেমের সম্পর্কের কথা অস্বীকার করেন না। মালাইকার সঙ্গে সম্পর্কে তিনি ভাল আছেন বলে জানিয়েছিলেন অর্জুন। যদিও বিয়ে কবে, তা নিয়ে মুখ খোলেননি। ডিনারে হোক বা পার্টিতে একসঙ্গে দেখা যায় যুগলকে। বেশ কয়েকবার একসঙ্গে ছুটি কাটাতেও গিয়েছেন। এবারো কি তেমনই কোনো ছুটির প্ল্যান?

১৯৯৮ সালে অভিনেতা আরবাজ খানকে বিয়ে করেন মালাইকা। তাদের এক ছেলেও রয়েছে। কিন্তু ২০১৭ সালে বিচ্ছেদ হয়ে যায় তাদের। অর্জুনের সঙ্গে সম্পর্কের জেরেই মালাইকা-আরবাজের সম্পর্ক ভেঙে গিয়েছিল বলে জল্পনা ছড়িয়েছিল ইন্ডাস্ট্রিতে। যদিও মালাইকা-আরবাজ দু’জনেই তা অস্বীকার করেন। বিচ্ছেদের পরও আরবাজের পরিবারের সঙ্গে নাকি সু-সম্পর্ক রয়েছে মালাইকার।