শনিবার   ২২ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৭ ১৪৩২   ০১ জমাদিউস সানি ১৪৪৭

আধ্যাত্মিক মনের পাত্র চান ক্যাটরিনা

নিউজ ডেক্স

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০২:৪৩ এএম, ২৭ ডিসেম্বর ২০১৮ বৃহস্পতিবার

শীতকালকে রীতিমতো বিয়ের মৌসুম বানিয়ে ফেলেছেন বলিউড তারকারা। দীপিকাকে সিঁদুর পরিয়েছেন রণবীর সিং, নিক জোনাসের গলায় মালা দিয়েছেন প্রিয়াংকা চোপড়া।

এখন সবার চোখ ক্যাটরিনা কাইফের দিকে। বলিউডের দুই আবেদনময়ী তো গাঁটছড়া বেঁধেছেন। ভালোবাসার মানুষকে জীবন সঙ্গী করেছেন। কিন্তু ক্যাটরিনা কাইফের কি হলো? তিনি বিয়ে করছেন কবে? এটি যেন কোটি টাকার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।

সম্প্রতি ক্যাটরিনা নিজের বিয়ের নিয়ে ভারতীয় সংবাদ মাধ্যমের কাছে মুখ খুলেছেন। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘সবাই আমাকে এই একই প্রশ্ন জিজ্ঞেস করে। কিন্তু বিয়েটা কি আমার হাতে বলুন? কবে বিয়ে হবে এটা কি আগে থেকে প্ল্যান করা যায়? ইন্টারনেটে গিয়ে একটা বোতাম টিপে লিখে দিলাম আমার মনের মানুষ এসে যাও আর তখনি সে আমার সামনে হাজির হয়ে যাবে- এরকম আবার হয় না কি? আমি মনে করি না আগে থেকে পরিকল্পনা করে বা পাত্র খুঁজে কোনো লাভ আছে। যখন হওয়ার ঠিক হবে। নিজে থেকেই হবে।’

নিজের বিয়ের বিষয়ে এমন রহস্য জিইয়ে রাখলেও নিজের পছন্দের পাত্র কেমন হবে সেটা তিনি জানিয়েছেন। ক্যাটরিনা জানান, ‘আমার পছন্দের পাত্র এমন হবে যে মজা করতে ভালোবাসবে। শক্তিশালী হবে। একটু আধ্যাত্মিক মনের হবে। সেই সঙ্গে তাকে হতে হবে পরিণত, সফল আর স্বাধীনচেতা।’

ক্যাটরিনার পছন্দের পাত্রের গুণাবলির সঙ্গে সালমান খানের নাম চলে আসতেই পারে। শক্তিশালী হওয়ার পাশাপাশি সালমান সফল মানুষ বটে। তাহলে কি সালমান খানের দিকে ইঙ্গিত দিচ্ছেন ক্যাটরিনা? এ প্রশ্নের উত্তর যদিও এখন পাওয়া সম্ভব নয়। সেজন্য তার ছাদনাতলায় যাওয়া পযর্ন্ত অপেক্ষা করতে হবে।

প্রসঙ্গত, সালমানের সঙ্গে দীঘর্ দিনের প্রেম ছিল ক্যাটরিনার। তারপর সেই প্রেমের ইতি টেনে চুটিয়ে প্রেম করেন বলিউড চকলেট বয় রণবীর কাপুরের সঙ্গে। সেই প্রেমের প্রদীপ এখন নিভে গেছে। শোনা যাচ্ছে সালমান খানের সঙ্গে আবারও নিভৃতে প্রেম করছেন এই লাস্যময়ী