শুক্রবার   ১১ জুলাই ২০২৫   আষাঢ় ২৭ ১৪৩২   ১৫ মুহররম ১৪৪৭

এক্সাইটেড প্রিয়াঙ্কা, নিককে দিলেন গভীর চুমু!

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৯:৪৬ এএম, ২৬ জুন ২০১৯ বুধবার

ফের বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন জো জোনাস ও সোফি টারনার। আর মেজো ভাসুরের বিয়ে নিয়ে ভীষণ এক্সাইটেড বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। বাড়ির বিয়েতে সারাদিন ব্যস্ত তিনি।

 

 

এরই মধ্যে অবশ্য কখনো জো সোফির সঙ্গে সেলফি মুডে আবার কখনো স্বামী নিক জোনাসের সঙ্গে আবেগঘন মুহূর্তে ধরা দিচ্ছেন ক্যামেরায়।

 

 

২০১৭ সালের অক্টোবরে এনগেজমেন্ট সেরেছিলেন জো ও সোফি। ২০১৯ সালের ১ মে লাস ভেগাসে বিয়েও করেন। কিন্তু বড় লোকের বড় বড় খেয়াল। তাই জো-সোফি ঠিক করেছেন আরো একবার বিয়ের পিঁড়িতে বসবেন। সে আসর বসবে প্যারিসে। আপাতত সেখানেই ব্যস্ত জোনাস পরিবার। স্বভাবতই রয়েছেন পরিবারের বউ প্রিয়াঙ্কাও। সেখানে পার্টিমুডে সবাই। রিভার ক্র্যুজে সেই পার্টির বেশ কয়েকটি ছবি এখন ভাইরাল।