মঙ্গলবার   ২৩ ডিসেম্বর ২০২৫   পৌষ ৯ ১৪৩২   ০৩ রজব ১৪৪৭

সৌদি বিমানবন্দরে হুতিদের হামলায় বাংলাদেশের নিন্দা

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৯:০৯ এএম, ২৬ জুন ২০১৯ বুধবার

সৌদি আরবের আভা বিমানবন্দরে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের হামলার কঠোর নিন্দা জানিয়েছে বাংলাদেশ। 

মঙ্গলবার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে এই হামলাকে অযৌক্তিক আখ্যা দেয়া হয়েছে।

এতে বলা হয়েছে, এই ধরনের হামলা সৌদি আরবের নিরাপত্তা বিঘ্নিত করার পাশাপাশি ওই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার ওপর মারাত্মক প্রভাব ফেলবে।

মধ্যপ্রাচ্যে ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যে ২৩ জুন সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় একটি বেসামরিক বিমানবন্দরে হামলা চালায় তেহরান সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। হুতিদের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনাকারী সৌদি আরবের নেতৃত্বাধীন জোটের পক্ষ থেকে জানানো হয় ড্রোন ব্যবহার করে চালানো এই হামলায় এক ব্যক্তি নিহত ও ১১ জন আহত হয়েছে।

মঙ্গলবার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে হতাহতদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। সৌদি আরবের নিরাপত্তার বিরুদ্ধে যেকোনো হুমকিতে রিয়াদের পাশে থাকার কথা জানানো হয় বাংলাদেশের বিবৃতিতে।