কোপার কোয়ার্টারে মুখোমুখি যারা
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০২:৫৯ পিএম, ২৫ জুন ২০১৯ মঙ্গলবার

ফুটবলের সব থেকে প্রাচীন টুর্নামেন্ট কোপা আমেরিকার গ্রুপ পর্ব শেষ। নিশ্চিত হয়েছে কোয়ার্টার ফাইনালে সুযোগ পাওয়া আট দল। শেষ আটে জায়গা নিশ্চিত করেছে এ গ্রুপ থেকে ব্রাজিল, পেরু ও ভেনেজুয়েলা। বি গ্রুপ থেকে কলম্বিয়া, আর্জেন্টিনা ও প্যারাগুয়ে। সি গ্রুপ থেকে উরুগুয়ে ও চিলি। এবার অপেক্ষা আসরের নক আউট পর্বের।
ডেইলি বাংলাদেশের পাঠকদের জন্য কোপা আমেরিকার শেষ আটে সেমি ফাইনালে উঠার লড়াইয়ে কে কার মুখোমুখি তা তুলে ধরা হলো :
দুই দিন বিরতি দিয়ে ২৮ জুন থেকে শুরু হবে নক আউট পর্ব। প্রথম দিন স্বাগতিক ব্রাজিল খেলবে প্যারাগুয়ের বিপক্ষে। পরদিন ২৯ জুন অনুষ্ঠিত হবে দুটি ম্যাচ। দিনের প্রথম ম্যাচে লিওনেল মেসির আর্জেন্টিনা খেলবে ভেনেজুয়েলার বিপক্ষে। অপর ম্যাচে মাঠে নামবে দুই শক্তিশালী দল কলম্বিয়া ও চিলি। ৩০ জুন উরুগুয়ে বনাম পেরুর ম্যাচ দিয়ে শেষ হবে কোয়ার্টার ফাইনাল পর্ব।
টুর্নামেন্টের সেমিফাইনাল দুটি অনুষ্ঠিত হবে যথাক্রমে ৩ ও ৪ জুলাই। ৭ জুলাই থাকছে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ। ৮ জুলাই মারাকানার ফাইনাল দিয়ে পর্দা নামবে এবারের আসরের।