শুক্রবার   ১১ জুলাই ২০২৫   আষাঢ় ২৭ ১৪৩২   ১৫ মুহররম ১৪৪৭

রোম্যান্টিক দৃশ্যের শ্যুটিং করতে গিয়ে আহত দিশা

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০১:৫০ পিএম, ২৫ জুন ২০১৯ মঙ্গলবার

আলিয়ার পর এবার শ্যুটিংয়ের মধ্যেই আহত হলেন অভিনেত্রী দিশা পাটানি। ‘মালাঙ’ ছবির শ্যুটিং সেটে এক রোম্যান্টিক দৃশ্য ক্যামেরাবন্দি করার সময় আহত হন দিশা। বন্ধ হয়ে যায় ছবির শ্যুটিং। চিকিৎসা শুরু হয় অভিনেত্রীর। বর্তমানে নায়িকা আগের থেকে ভালো রয়েছেন বলে জানা গিয়েছে।

তবে এই প্রথম নয়। এর আগেও ছবির শ্যুটিংয়ের সময় আহত হয়েছেন দিশা। ‘ভারত’ ছবির অ্যাকশনে দৃশ্যের শ্যুটিং চলাকালীন হাঁটুতে আঘাত লাগে দিশার। যার রেশ এখনো রয়েছে। 

ভারতীয় গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে দিশা বলেন, সব থেকে কঠিন কাজ তিনি করেছেন ভারতের শ্যুটিংয়ের সময়। যে আঘাত তিনি হাঁটুতে পেয়েছিলেন, তার জন্য এখনো ভুগছেন। আর তারইমধ্যে নাচ, অ্যাকশন দৃশ্য, জাম্প, ফ্লিপ এসবও করে যেতে হচ্ছে কাজের প্রয়োজনে।

‘মালাঙ’ ছবিতে দিশার বিপরীতে রয়েছেন আদিত্য রয় কাপুর।