মঙ্গলবার   ২৩ ডিসেম্বর ২০২৫   পৌষ ৯ ১৪৩২   ০৩ রজব ১৪৪৭

চালু হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা পদক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৯:১০ এএম, ২৫ জুন ২০১৯ মঙ্গলবার

‘আন্তর্জাতিক মাতৃভাষা পদক’ নামে নতুন পদক চালু করা হচ্ছে। এজন্য ‘আন্তর্জাতিক মাতৃভাষা পদক নীতিমালা, ২০১৯’ এর খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান। 

সচিব বলেন, পৃথিবীর বিভিন্ন দেশের মাতৃভাষা সংরক্ষণ, পুনরুজ্জীবন, বিকাশ, চর্চা, প্রচার, প্রসারের জন্য এ পুরস্কার দেয়া হবে। প্রতি দুই বছরে এই পদক দেয়া হবে।

 

জাতীয় ক্ষেত্রে দু’টি ও আন্তর্জাতিক ক্ষেত্রে দু’টি পদক দেয়া হবে জানিয়ে তিনি বলেন, পদকের মূল্যমান ধরা হয়েছে জাতীয় ক্ষেত্রে চার লাখ টাকা আর আন্তর্জাতিক ক্ষেত্রে পাঁচ হাজার ডলার।

সচিব বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের পরিচালকের নেতৃত্বে একটি বাছাই কমিটি থাকবে। মনোনয়ন কমিটির নেতৃত্বে থাকবেন শিক্ষামন্ত্রী। একুশে ফেব্রুয়ারিকে সামনে রেখে এই পুরস্কার দেয়া হবে।