মঙ্গলবার   ১৮ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৩ ১৪৩২   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৭

নিজেদের ভুলেই হেরেছি আমরা : টিটু

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০১:৪৮ এএম, ২৭ ডিসেম্বর ২০১৮ বৃহস্পতিবার

বসুন্ধরা শিবির উল্লসিত হলেও শেখ রাসেল ডাগ আউটে যেন কবর নিস্তব্ধতা। নির্ধারিত ৯০ আর অতিরিক্ত ৩০ মিনিট মোট ১২০ মিনিটের ফাইনালে বেশিরভাগ সময় বল ছিল তাদের দখলে। গোল করার সুযোগও তারাই বেশি সৃষ্টি করেছেন; কিন্তু গোলের খেলা ফুটবলে সেই কঠিন ও চিরন্তন সত্যের গ্যাঁড়াকলে শেখ রাসেল। প্রাপ্ত সুযোগের সদ্ব্যবহার করতে না পারার আফসোস নীল জার্সিধারীদের মনেও নীল দাগ এঁকে দিয়েছে।

যার কোচিংয়ে পাঁচ বছর আবার কোন টুর্নামেনেটর ফাইনালে উঠে এসেছিল শেখ রাসেল, সেই কোচ সাইফুল বারী টিটুর চোখে মুখে রাজ্যের হতাশা। তার ম্যাচ বিশ্লেষণ, ‘আমরা হেরেছি মূলতঃ ভুলের কারণেই। মতিন ভালো ফিনিশিং করলেও আমাদের ডিফেন্ডার বিপলু ভুল করেছিল। আমরাই তাদের গোল উপহার দিয়েছি।’

আক্রমণ ও শট অন টার্গেট- উভয়ই শেখ রাসেলের বেশি ছিল। এরপরও ম্যাচ হেরে খানিকটা অসন্তুষ্ট টিটু। গোল শোধের পর তার ধারণা ছিল, নাহ তার দল হারবে না। ম্যাচ জিতেই ক্লাবে ফিরবে।

টিটু বলেন, ‘প্রথমার্ধের শেষ মুহূর্তে সমতা আনার পর ভেবেছিলাম আমরা ম্যাচ হারব না। দ্বিতীয়ার্ধে সেই অর্থে নিয়ন্ত্রণ রাখতে পারিনি। ওদের খেলোয়াড়রা ব্যক্তিগত স্কিল ভালো দেখিয়েছে।’ আরিফকে তুলে নেয়ার পর ম্যাচের ভারসাম্য ওদের দিকে ঝুঁকে পড়ে, ‘আরিফকে উঠানোর পর ওরা সুযোগ বেশি পায়।’

টুর্নামেন্ট সেরা হয়েছেন বসুন্ধরার গোলরক্ষক আনিসুর রহমান জিকো। জিকোর পারফরম্যান্স সম্পর্কে টিটুর মূল্যায়ন, ‘অতিরিক্ত সময়ের শেষ দিকে রুম্মন দুর্দান্ত শট নিয়েছিল। জিকো অসাধারণ সেভ করেছে।’