শনিবার   ২২ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৮ ১৪৩২   ০১ জমাদিউস সানি ১৪৪৭

দিশা ঝড়

নিউজ ডেক্স

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০১:৪২ এএম, ২৭ ডিসেম্বর ২০১৮ বৃহস্পতিবার

ভারতের তারকা ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনির বায়োপিকের পর 'বাঘি-২' তে নান্দনিক অভিনয় করে দর্শকপ্রিয়তা পেয়েছেন বলিউড অভিনেত্রী দিশা পাটানি।  এবার নতুন ছবিতে দেখা যাবে তাকে।

শোনা যাচ্ছে, দিশার পরবর্তী ছবি সালমান খানের ‌'ভারতে' অভিনয় করবেন তিনি।

জি-নিউজ জানায়, অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও বেশ সরব দিশা পাটানি। কখনও বয়ফ্রেন্ড টাইগার শ্রফের সঙ্গে শ্রীলঙ্কায় ঘুরতে গিয়ে আবার কখনও দীপাবলিতে একটু অন্যরকম ছবি শেয়ার করে সমালোচকদের আক্রমণের মুখে পড়ছেন। সবকিছু মিলিয়ে, সমালোচকদের বদৌলতে প্রায়শই পেজ থ্রি-র শিরোনামে উঠে আসেন টাইগার শ্রফের বান্ধবী। এবারেও তার ব্যতয় ঘটাননি তিনি। 

এ অবস্থায় দিশা পাটানির একটি ছবি ঘিরে ভক্তদের মধ্যে বাড়তে শুরু করেছে উচ্ছ্বাসও।

সম্প্রতি দিশা একটি ছবি শেয়ার করেন নিজের ইনস্টাগ্রামে। যেখানে সাদা রঙের বিকিনি পরে বসে থাকতে দেখা যায় তাকে। দিশার ওই ছবি প্রকাশ্যে আসার পরপরই তা ভাইরাল হয়।