শুক্রবার   ০৩ মে ২০২৪   বৈশাখ ১৯ ১৪৩১   ২৪ শাওয়াল ১৪৪৫

হচ্ছে না ‘আইয়ুব বাচ্চু চত্বর’, থাকবে রূপালী গিটার

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১০:৫৫ এএম, ২৪ জুন ২০১৯ সোমবার

চট্টগ্রাম মহানগরীর ‘প্রবর্তক মোড়’ নাম পরিবর্তন করে আইয়ুব বাচ্চু চত্বর করার ঘোষণা নিয়ে সমালোচনার মুখে পড়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন। যার কারণে এমন সিদ্ধান্ত থেকে সরে এসেছে চসিক। 

এদিকে, একদল এর পক্ষ নিলেও, আরেক দলের মতে ব্রিটিশবিরোধী আন্দোলন ও মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত প্রবর্তক মোড়ের নাম বদল করাটা ঠিক হবে না বলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তুমুল সমালোচনা।

তবে এ নিয়ে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)-এর কর্মকর্তারা বলছেন, প্রবর্তক মোড়ের নাম পাল্টানোর কোনো পরিকল্পনা তাদের নেই। মোড়ে শুধু আইয়ুব বাচ্চুর রূপালী গিটার স্থাপনের মাধ্যমে তরুণদের কাছে এটিকে আকর্ষণীয় করে তোলা হবে। 

 

এদিকে চসিকের নগর পরিকল্পনাবিদ রেজাউল করিম বলেন, প্রবর্তক মোড়ের নাম ঠিক থাকবে। আইয়ুব বাচ্চু চত্বর হবে না। শুধু রূপালী গিটার স্থাপন করা হবে।

এছাড়া, চট্টগ্রামের মুসলিম ইনস্টিটিউট হল ভেঙে যে সাংস্কৃতিক কমপ্লেক্স তৈরি হচ্ছে সেটিও আইয়ুব বাচ্চুর নামে করার প্রাথমিক ঘোষণা এসেছিল। সমালোচনার মুখে সেই সিদ্ধান্ত থেকেও সরে এসেছে চসিক।