মঙ্গলবার   ১১ নভেম্বর ২০২৫   কার্তিক ২৭ ১৪৩২   ২০ জমাদিউল আউয়াল ১৪৪৭

সাব্বিরের বলে মিরাজের মাথায় আঘাত, যা বললেন কোচ

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১০:০৩ এএম, ২৪ জুন ২০১৯ সোমবার

বিশ্বকাপে সাউদাম্পটনের অনুশীলনের সময়ে মাথায় আঘাত পাওয়া মেহেদি হাসান মিরাজের ইনজুরি নিয়ে চিন্তিত নন বাংলাদেশ কোচ স্টিভস রোডস। 

গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় সাব্বির রহমানের একটি শট মাটিতে ড্রপ করে মিরাজের মাথায় আঘাত করে। আঘাতের পর বেশ কিছুক্ষণ অচেতন অবস্থায় থাকেন মিরাজ। তাৎক্ষণিকভাবে মাঠের ভেতর মিরাজকে প্রাথমিক চিকিৎসা দেন ফিজিও থিহান চন্দ্রমোহন। পরে ড্রেসিংরুমে নিয়ে তাকে আরো চিকিৎসা দেয়া হয়।

পরে নেটে ব্যাটিংও করতে চেয়েছিলেন মিরাজ। কিন্তু ফিজিও তাতে সম্মতি দেননি। মিরাজকে আরো পর্যবেক্ষণে রাখতে চান তিনি।  

 

মিরাজের ব্যাপারে সুসংবাদই দিলেন কোচ স্টিভ রোডস, আমার তো মনে হয়, সে ভালই আছে। ফিজিও তার পরিচর্যা করছে। তার ব্যাপারে ভালো বলতে পারবে ফিজিও চন্দ্রমোহন। আশা করি, তার কোন সমস্যা নেই। 

চলমান বিশ্বকাপে এখন পর্যন্ত বল হাতে ৫ উইকেট নিয়েছেন এই স্পিনার। ব্যাট হাতে রান করেছেন ৩০।