শনিবার   ১২ জুলাই ২০২৫   আষাঢ় ২৭ ১৪৩২   ১৬ মুহররম ১৪৪৭

পত্রিকা অফিসে ফটোগ্রাফার হলেন মম!

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১০:১২ এএম, ২৩ জুন ২০১৯ রোববার

একটি পত্রিকা অফিসে ফটোগ্রাফি করেন মম। অফিসিয়াল অ্যাসাইনমেন্টে সিলেটে যান তিনি। ফটোগ্রাফি করার পাশাপাশি সিলেটের বিভিন্ন দর্শনীয় জায়গায় ঘুরতে যান। এখানে পরিচয় হয় সজলের সঙ্গে। কথায় কথায় ফটোগ্রাফার মমকে সজলের পছন্দ হয়ে যায়। সজল চায় মমকে জীবনসঙ্গী হিসেবে। কিন্তু মম চায় ভালো বন্ধু হিসেবে থাকতে। এভাবেই এগিয়ে যায় নাটকের গল্প।

এই নাটকে ফটোগ্রাফারের চরিত্রে অভিনয় করেছেন এ সময়ের অভিনেত্রী জাকিয়া বারী মম। তার বিপরীতে অভিনয় করেছেন আরেক জনপ্রিয় অভিনেতা সজল। সম্প্রতি ঈদুল আজহার জন্য নির্মিত নান্টু মুহাম্মদুল্লাহের পরিচালনায় ‘খোলশ ভাঙ্গা গল্প’ নামে একটি খণ্ড নাটকে  দেখা যাবে তাদের। 

ফটোগ্রাফার চরিত্রে অভিনয় প্রসঙ্গে মম বলেন, এ নাটকের গল্প চমৎকার। এতে আমি একজন ফটোগ্রাফারের চরিত্রে অভিনয় করি। সুন্দর একটি চরিত্র। অভিনয় করার সময় খুব উপভোগ করেছি। কেননা ফটোগ্রাফি করা আমার শখ। শখের কাজটি স্ক্রিনেও করলাম। 

 

নির্মাতা সুত্রে জানা গেছে, এ নাটকটি আগামী ঈদুল আজহায় যে কোন একটি চ্যানেলের অনুষ্ঠানমালায় প্রচার হবে। এ নাটক ছাড়াও জাকিয়া বারী মম ঈদুল আজহার একাধিক নাটকের শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন।

এদিকে, শুক্রবার অনুষ্ঠিত হয়ে গেল টেলিভিশন অভিনয় শিল্পীদের সংগঠন 'অভিনয় শিল্পী সংঘ'র দ্বি-বার্ষিক নির্বাচন। এতে কার্যনির্বাহী পরিষদের সদস্য পদে নির্বাচিত হয়েছেন মম। তিনি ভোট পেয়েছেন ২৭৬ টি। ৭ টি কার্যনির্বাহী পরিষদের সদস্যর জন্য লড়েছেন মোট ১৮ জন। মম ছাড়া বাকী ৬ জন নির্বাচিত সদস্য হলেন- নাদিয়া আহমেদ,  সেলিম মাহবুব, বন্যা মির্জা, মনিরা বেগম মেমী, শামস সুমন ও রাজীব সালেহীন। 

এবারের নির্বাচনে ৩২৫ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন শহীদুজ্জামান সেলিম এবং ৪২২ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আহসান হাবিব নাসিম।