শুক্রবার   ২১ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৬ ১৪৩২   ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৭

খালেদার ছবি নাই সুলতান মনসুরের নির্বাচনী পোষ্টারে

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৯:৫৫ পিএম, ১৩ ডিসেম্বর ২০১৮ বৃহস্পতিবার

আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনী পোস্টার নিয়ে মুখ খুললেন ঐক্যফ্রন্ট নেতা সুলতান মোহাম্মদ মনসুর। পোস্টারে খালেদা জিয়ার ছবি না থাকার বিষয়ে ব্যাখা দিয়েছেন তিনি।

সুলতান মনসুর বলেন, জাতীয় ঐক্যফ্রন্টের নির্দেশনা অনুযায়ী ব্যানার-পোস্টার সাজানো হয়েছে।

 

সুলতান মনসুর ধানের শীষের প্রার্থী হলেও তার নির্বাচনী পোস্টার-ব্যানার, কার্যালয়ে জিয়াউর রহমান, খালেদা জিয়া কিংবা তারেক রহমানের কোনো ছবি ছিল না। সেখানে শুধু ধানের শীষের প্রতীক ব্যবহার করা হয়েছিলো। এ নিয়ে বিএনপি নেতাকর্মীদের তোপের মুখে পড়েন এই প্রবীণ নেতা।

জানা গেছে, সম্প্রতি সুলতান মনসুরের পোস্টারে খালেদা জিয়ার ছবি সংযুক্ত করা হয়েছে। সাথে প্রধান নির্বাচনী কার্যালয়েও খালেদা জিয়ার ছবি টানানো হয়েছে।

 

এ প্রসঙ্গে কুলাউড়া উপজেলা বিএনপি নেতা রেদুওয়ান খান বলেন, আগে ঐক্যফ্রন্ট থেকে ব্যানার-ফেস্টুন করা হয়েছিলো। আজকে আমরা বিএনপির পক্ষ থেকে নতুন করে পোস্টার করেছি। নতুন পোস্টারগুলোতে প্রার্থীর ছবির সঙ্গে আমাদের নেত্রীর ছবি দেওয়া হয়েছে।