বাঁচা মরার লড়াইয়ে মুখোমুখি দ. আফ্রিকা-পাকিস্তান
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৯:২৯ এএম, ২৩ জুন ২০১৯ রোববার

বিশ্বকাপে টিকে থাকার লড়াইয়ে আজ মুখোমখি হচ্ছে পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা। রোববার বিকেল সাড়ে ৩টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে।
এবারের বিশ্বকাপের দক্ষিণ আফ্রিকা এবং পাকিস্তান প্রত্যেকে মাত্র ১টি ম্যাচ জিতেছে আর ড্র করেছে আরো একটি। সব মিলিয়ে তিন পয়েন্ট নিয়ে বিশ্বকাপের পয়েন্ট টেবিলে শেষ দিকে রয়েছে দুদলই। আজকের ম্যাচটি দুই দলের জন্য অত্যান্ত গুরুত্বপূণ। কেননা এ ম্যাচে যারা জিতবে, তারাই এগিয়ে যাবে পয়েন্ট টেবিলে। আর হেরে যাওয়া দল ছিটকে যাবে টুর্নামেন্ট থেকে।
দক্ষিণ আফ্রিকা দলে অ্যান্দিলে ফেলকায়োর বদলে জায়গা হতে পারে জেপি ডুমিনি। আর পাকিস্তান দলে একাধিক পরিবর্তন হতে পারে বলে মনে করা হচ্ছে। ফর্মের ধারে কাছে নেই হাসান আলী। তার বদলে খেলতে পারেন শাহীন আফ্রিদী বা মোহম্মদ হাসনাইন। ভারতের বিপক্ষে শেষ ম্যাচে শূন্য রানে আউট হন শোয়েব মালিক। বিশ্বকাপে সেভাবে রানের ছন্দে নেই, তাই তার বদলে দলে আসতে পারেন আসিফ আলীও।
পাকিস্তান দল: সরফরাজ আহমেদ (অধিনায়ক ও উইকেটরক্ষক), আসিফ আলী, বাবর আজম, ফখর জামান, হারিস সোহেল, হাসান আলী, ইমাদ ওয়াসিম, ইমাম-উল-হক, মোহাম্মদ আমির, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ হাসনাইন, শাদাব খান, শাহীন আফ্রিদী, শোয়েব মালিক, ওহাব রিয়াজ।
দক্ষিণ আফ্রিকা দল: ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), ইমরান তাহির, ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি, ডোয়াইন প্রিটোরিয়াস, তাবরাইজ শামসি, রাসি ফন ডার ডুসেন, হাশিম আমলা, জেপি ডুমিনি, এইডেন মার্করাম, ক্রিস মরিস, আন্দিলে ফেলুকায়ো, কাগিসো রাবাদা, ডেল স্টেইন।