বৃহস্পতিবার   ২১ আগস্ট ২০২৫   ভাদ্র ৬ ১৪৩২   ২৬ সফর ১৪৪৭

জীবনে প্রথমবারের মত জুতা পেয়ে আনন্দে নাচ

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১২:০৩ পিএম, ২২ জুন ২০১৯ শনিবার

জীবনে কোনো দিন জুতা পড়ার ভাগ্য জোটেনি। দরিদ্রতার কারণে নগ্ন পায়েই কেটেছে ফেলে আসা দিনগুলো। প্রথম বারের মত এক জোড়া জুতা পেয়ে আনন্দে আত্মহারা হয়ে পড়েন উগান্ডার এক নারী। জুতা পাওয়ার পর তিনি আনন্দে নাচতে শুরু করেন। 

খবর ডেইলি মেইলের এক প্রতিবেদনে বলা হয়, লরা গ্রিয়ার নামে এক নারী এক মহিলার পাশ দিয়ে গাড়িতে করে যাচ্ছিলেন। এমন সময় দেখেন এক মহিলা খালি পায়ে হেঁটে যাচ্ছেন। এ সময় তিনি ওই মহিলার পাশে গাড়ি থামান এবং তাকে সাহায্য করতে চান।

 

লরা বলেন, আমি খালি পায়ে ওই মহিলাকে দেখে আমার ড্রাইভারকে তার কাছে গাড়ি থামাতে বলি এবং এক জোড়া জুতা উপহার তাকে দেই। তিনি জানান, ওই নারীর এর আগে কখনো জুতা ছিল না।

লরা সংবাদ মাধ্যম নিউজফ্লেয়ারকে বলেন, ওই নারী জুতা উপহার পাওয়া পর আনন্দে আত্মহারা হয়ে যান। জুতা পরে তিনি আনন্দে নাচতে শুরু করেন।

এমন আনন্দের দৃশ্য দেখে আমার চোখে পানি আসে বলে জানান লরা।