রোববার   ১৩ জুলাই ২০২৫   আষাঢ় ২৮ ১৪৩২   ১৭ মুহররম ১৪৪৭

সৌম্য কেন রোনালদো, সমালোচিত আইসিসি!

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১১:৩৫ এএম, ২২ জুন ২০১৯ শনিবার

৩৩৩ রানের রেকর্ড করা হারের দিনে টাইগারদের হয়ে আলো ছড়িয়েছেন সৌম্য সরকার। তবে ব্যাটসম্যান হিসেবে নয়, বোলার হিসেবে।

সেদিন অজি ব্যাটসম্যানদের ব্যাটিং ঝড় থামাতে পারেননি বাংলাদেশের কোন বোলার। এমন সময় ত্রাতার ভূমিকায় হাজির হন সৌম্য। পরপর  তুলে নেন ইংলিশদের ৩ উইকেট।

প্রথম ওভারে উইকেট পাওয়ার আনন্দ অনেকটা পর্তুগিজ ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো স্টাইলে উদযাপন করেন তিনি।

সৌম্যর এমন উদযাপন নজর কাড়ে আইসিসির। তারা টাইগার তারকার সঙ্গে রোনালদোর উদযাপনের ছবি জোড়া লাগিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে। যে ছবির ক্যাপশনে লেখা হয়, ‘সেপারেটেড এট বার্থ?’

ছবি প্রকাশ হওয়ার পর থেকেই নানারকম ব্যঙ্গাত্মক কমেন্ট পড়তে থাকে। যার বেশিরভাগই ছিল ভারতীয়দের। কয়েকটি কমেন্ট তো প্রকাশের অযোগ্য।

অনেকে এমন তুলনা করায় আইসিসি পেজের এডমিনদের 'নির্বোধ' বলেছেন। কেউ বা সৌম্যকে 'গাধা' বলে গালি দিয়েছেন। 

তবে তাদের বেশিরভাগেরই দাবি ছিল, পোস্টটি মুছে দেয়ার।  এমন নেতিবাচক কমেন্ট আসার পরও পোস্টটি ডিলিট করেনি আইসিসি।