আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা ২৬ জুন
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১২:৪৬ পিএম, ২১ জুন ২০১৯ শুক্রবার
আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা আগামী ২৬ জুন অনুষ্ঠিত হবে। এদিন সকাল ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে এ সভা অনুষ্ঠিত হবে।
আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার (২০ জুন) একথা জানিয়ে বলা হয়, সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে সভায় উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন। বাসস
