শনিবার   ২২ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৮ ১৪৩২   ০১ জমাদিউস সানি ১৪৪৭

নৌকার পক্ষে প্রচারে একঝাঁক তারকা

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৯:৫২ পিএম, ১৩ ডিসেম্বর ২০১৮ বৃহস্পতিবার

একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দেশবরেণ্য অভিনয়শিল্পী, চিত্রশিল্পী ও সংগীতশিল্পীদের নিয়ে আওয়ামী লীগের আনুষ্ঠানিক প্রচার শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে নৌকার পক্ষে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের প্রচার শুরু করেন দেশবরেণ্য অভিনয়শিল্পী, চিত্রশিল্পী, সংগীতশিল্পী ও বুদ্ধিজীবীরা। এ তালিকায় রয়েছেন সৈয়দ হাসান ইমাম, মনোরঞ্জন ঘোষ, জাহিদ হাসান, বাঁধন, শমী কায়সার, রোকেয়া প্রাচী, শাকিল খান, তানভীন সুইটি, মাহফুজ, অরুণা বিশ্বাস, সাইমন সাদিক, তারিন, শামীমা তুষ্টি, এস ডি রুবেল, তারেক সুজাত, সত্যজিৎ দাস রুপু, চিত্রনায়িকা নতুন, জিয়াউল আহসানসহ অনেকে।

এই প্রচারভিযানের উদ্বোধন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এতে আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ, উপ সম্পাদক আমিনুল ইসলাম আমিন, উপ দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, সাবেক বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াসেফ ওসমান।

অভিনেতা জাহিদ হাসান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে যেভাবে এগিয়ে নিয়ে গেছেন। দেশের উন্নয়নের কথা চিন্তা করেই আমি তার ভালো কাজের সঙ্গে আছি। আমি চাই না স্বাধীনতাবিরোধীরা ক্ষমতায় আসুক।

অভিনেতা মাহফুজ আহমেদ বলেন, আমি বাংলাদেশের পক্ষের লোক। দেশের যুবসমাজ যেন সামনে এগিয়ে যেতে পারে এমন পরিবেশ বজায় রাখতে আমাদেরকে নৌকায় ভোট দিতে হবে। শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের ধারাকে বজায় রাখতে হবে।

চিত্রনায়ক রিয়াজ বলেন, ‘আমার অভিনয় ভালো লাগলে তার বিনিময়ে নৌকায় ভোট দেবেন।