বৃহস্পতিবার   ২১ আগস্ট ২০২৫   ভাদ্র ৬ ১৪৩২   ২৬ সফর ১৪৪৭

মার্কিন গোয়েন্দা ড্রোন ভূপাতিত করেছে ইরান!

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১২:৩৪ পিএম, ২১ জুন ২০১৯ শুক্রবার

যুক্তরাষ্ট্রের গোয়েন্দা ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরান। পারস্য উপসাগর ও ওমান উপসাগর উপকূলের হরমুজগান প্রদেশে ড্রোনটি ভূপাতিত করা হয় বলে জানায় ইরানের সামরিক বাহিনীর অভিজাত ও প্রভাবশালী শাখা রেভ্যুলুশনারি গার্ডস কর্পস (আইআরজিসি)। বৃহস্পতিবার বাহিনীটির জনসংযোগ বিভাগের বরাতে এ খবর জানিয়েছে পার্সটুডে।

খবরে বলা হয়, ইরানের ভূখণ্ডে অনুপ্রবেশের সময় আমেরিকান গুপ্তচর ড্রোন ভূপাতিত করা হয়েছে। হরমুজগান প্রদেশের কুহ মুবারক এলাকা দিয়ে ওড়ার সময় এটি ভূপাতিত করা হয়। ভূপাতিত ড্রোনটি আরকিউ-৪ গ্লোবাল হক মডেলের।

এদিকে যুক্তরাষ্ট্র ইরানের দাবিকে অস্বীকার করেছে। দেশটির নৌবাহিনীর সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র বিল আরবান বলেন, ইরানের আকাশে যুক্তরাষ্ট্রের কোনো আকাশযান আজ অপারেশনে যায়নি।

সম্প্রতি ওমান উপসাগরে তেলবাহী একাধিক জাহাজে হামলা হয়। এজন্য ইরানকে দায়ী করছে যুক্তরাষ্ট্র ও তাদের মধ্যপ্রাচ্যের মিত্র দেশগুলো। ইরানও এ ঘটনায় যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করছে। দুই দেশের এই বাকযুদ্ধের মধ্যেই তেহরান মার্কিন গোয়েন্দা ড্রোন ভূপাতিত করার দাবি করলো।