রোববার   ১৪ সেপ্টেম্বর ২০২৫   ভাদ্র ২৯ ১৪৩২   ২১ রবিউল আউয়াল ১৪৪৭

সাংবাদিকদের প্রশ্নে বিব্রত আফগান অধিনায়ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১০:১০ এএম, ২১ জুন ২০১৯ শুক্রবার

বিশ্বকাপে ৫ ম্যাচের সবগুলোতে হেরে পয়েন্ট তালিকার একেবারে তলানিতে আফগানরা। এবারের আসরে একটি ম্যাচও জিততে পারেনি তারা।

মাঠের ভেতরের মতো বাইরেও আফগানদের অবস্থা খুব ভালো না। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে রেস্তোঁরায় খেতে গিয়ে ঝামেলায় জড়িয়ে পড়েন আফগান দলের বেশ কয়েকজন ক্রিকেটার। 

ঘটনার সূত্রপাত, ছবি তোলা নিয়ে। ক্রিকেটারদের কাছে পেয়ে ছবি তুলতে যায় রেস্টুরেন্টে আগত ক্রেতারা। কিন্তু ক্রিকেটাররা তাতে বাধা দেন এবং সেখানেই শুরু হয় ঝামেলা। দু'পক্ষের মধ্যে একসময় হাতাহাতিও বেধে যায় বলে জানায় পুলিশ।

 

এ বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে জানতে চাওয়া হয় আফগান অধিনায়ক গুলবাদিন নাইবের কাছে। তিনি এর সঙ্গে জড়িত নন বলে এড়িয়ে যেতে চান। 

অন্য এক সাংবাদিক একই বিষয়ে আবার প্রশ্ন করলে ক্ষিপ্ত হয়ে উঠেন নাইব। তখন তিনি বলেন, ওই ঘটনা সম্পর্কে যদি আর একবার প্রশ্ন করা হয়, তাহলে আমি সংবাদ সম্মেলন ছেড়েই উঠে যাবো।

বিশ্বকাপে নিজেদের ষষ্ঠ ম্যাচে আগামী শনিবার ভারতের মুখোমুখি হবে আফগানরা।