রোববার   ১৪ সেপ্টেম্বর ২০২৫   ভাদ্র ২৯ ১৪৩২   ২১ রবিউল আউয়াল ১৪৪৭

জাপানের বিপক্ষে উরুগুয়ের ড্র

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১০:০১ এএম, ২১ জুন ২০১৯ শুক্রবার

কোপা আমেরিকার ‘সি’ গ্রুপের ম্যাচে শক্তিশালী উরুগুয়ের বিপক্ষে ড্র করল জাপান। শুক্রবারের ভোরের ম্যাচটি ২-২ ড্রতে শেষ হয়েছে।

উরুগুয়ে ম্যাচের প্রথম থেকেই জাপানের উপর চাপ বজায় রেখেছিল। তবে নিজেদের রক্ষণ খুব একটা ভালো সামলাতে পারেনি। ম্যাচের ২৫ মিনিটেই প্রথম গোল হজম করে উরুগুয়ে। জাপানের কোজি মিওশি জাপানের হয়ে গোলটি করেন।

গোল পরিশোধে অবশ্য বেশি সময় নেয়নি উরুগুয়ে। ৩২তম মিনিটে তারকা ফরোয়ার্ড লুইস সুয়ারেজের পা থেকে আসে সমতা সূচক গোলটি। সমতায় থেকেই প্রথমার্থ শেষ করে দুই দল।

 

দ্বিতীয়তার্ধে ফিরে ৫৯তম মিনিটে আবারও এগিয়ে যায় জাপান। দলের দ্বিতীয় গোলটিও আসে মিওশির পা থেকেই। তবে ৬৬তম মিনিটে আবারও সমতায় ফেরে উরুগুয়ে। জস গিমেঞ্জ করেন এই গোলটি।

বাকিটা সময় আর কোনো দলই গোল না পাওয়ায় ২-২ গোলের সমতা নিয়েই মাঠ ছাড়তে হয় দুই দলকে। এক জয় ও এক ড্র নিয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে আছে উরুগুয়ে। আর জাপানের অবস্থান তৃতীয়।