শুক্রবার   ১১ জুলাই ২০২৫   আষাঢ় ২৭ ১৪৩২   ১৫ মুহররম ১৪৪৭

সেমির স্বপ্ন এখনো ছাড়েননি মাশরাফী

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৯:৩১ এএম, ২১ জুন ২০১৯ শুক্রবার

অস্ট্রেলিয়াকে হারাতে পারলে পরের তিন ম্যাচে দুটি ম্যাচে জয় পেলেই সেমি-ফাইনালে যাওয়ার রাস্তা খুলে যেত বাংলাদেশের। আর এখন বাকি তিনটিতে জিতলেও কিছু সমীকরণের ফাঁদে পড়তে হতে পারে মাশরাফিদের। 

বাংলাদেশ- অজিদের এই ম্যাচের পর ৬ ম্যাচে ৫ জয়ে শীর্ষে অস্ট্রেলিয়া। সমানসংখ্যক ম্যাচ খেলে ২ জয়ে ৫ পয়েন্ট বাংলাদেশের। ৫ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে দুইয়ে নিউজিল্যান্ড। সমান ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে তিনে ইংল্যান্ড। এ অবস্থায় সেমিফাইনালের স্বপ্ন এখনো ছাড়েননি বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, এখনো বলা যায় না। ক্রিকেটে কখনোই বলা সম্ভব নয়, কী হতে যাচ্ছে। আমরা যেটা করতে পারি, শেষ তিনটি ম্যাচে ভালো ক্রিকেট খেলতে পারি। অবশ্যই কঠিন। কিন্তু ম্যাচ তিনটিতে জিততে পারলে হয়তো সম্ভাবনা তৈরি হবে। এই সুযোগটা নিজেদেরই তৈরি করতে হবে। সেই সঙ্গে অন্যদের দিকেও আমাদের নজর রাখতে হবে।

 

অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের ওয়ানডে ইতিহাসের সর্বোচ্চ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে করা ৩৩০ রানের রেকর্ড ভেঙে বৃহস্পতিবার সেটা দাঁড়িয়েছে ৩৩৩ রানে।

বৃহস্পতিবার সাব্বিরের কল্যাণে ডেভিড ওয়ার্নার ১০ রানে জীবন পেয়ে খেলেছেন ১৬৬ রানের ইনিংস। বাড়তি করেছেন ১৫৬ রান। সুযোগগুলো নিতে না পেরে হতাশা ঝরলো মাশরাফির কণ্ঠে। তিনি বলেন, আমরা কিছু সুযোগ হাতছাড়া করেছি। ফিফটি-ফিফটি হলেও এগুলো নেয়া উচিত ছিল। তাহলে হয়ত ম্যাচটা অন্যরকম হতে পারত।  এই ধরণের ম্যাচে সুযোগগুলো নিতে হবে। ডেভিড ওয়ার্নার এরপরে ১৫৬ রান যোগ করেছে।

তিনি আরো বলেন, তারপরেও আমরা ৪০ ওভার পর্যন্ত ঠিক ছিলাম। যদিও ওদের উইকেট পরেনি। সেখানে যদি আমরা ৭-৮ করেও দিতে পারতাম, তাহলে উপকৃত হতাম। একটা সেট ব্যাটসম্যান আউট হওয়ার পর নতুন ব্যাটসম্যান এলে এত রান করতে পারত না। বেশি সময় ছিল না, যেহেতু তাদের শটস খেলতে হত। শেষ দিকে আমরা বোলিংয়ে এলোমেলো ছিলাম। ওখানেই মূলত সমস্যা হয়েছে।