বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন শিখর ধাওয়ান
ক্রীড়া ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১১:৪১ এএম, ২০ জুন ২০১৯ বৃহস্পতিবার

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন শিখর ধাওয়ান। টুর্নামেন্টের পরের অংশে খেলার আশার কথা শোনা গেলেও আঙুলের চোটে ছিটকেই গেলেন তিনি ইংল্যান্ড ও ওয়েলসের টুর্নামেন্ট থেকে। বুধবার ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) নিশ্চিত করেছে খবরটি।
অস্ট্রেলিয়ার বিপক্ষে বাঁ হাতের বুড়ো আঙুলে আঘাত পান ধাওয়ান। প্যাট কামিন্সের বলে পাওয়া ওই চোটেই বিশ্বকাপ শেষ হয়ে গেল ধাওয়ানের। বিসিসিআই জানিয়েছে, বিশ্বকাপের মধ্যে সেরে ওঠা সম্ভব নয় তার।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ধাওয়ানের চোট পাওয়ার পরই ভারতীয় টিম ম্যানেজমেন্ট উড়িয়ে নিয়েছিল ঋষভ পান্তকে। এই উইকেটরক্ষক ব্যাটসম্যানই হচ্ছেন ধাওয়ানের বদলি। এইমধ্যে পাকিস্তানের বিপক্ষে ম্যাচের আগে দলের সঙ্গে তিনি অনুশীলনও করেছেন ম্যানচেস্টারে।
বিসিসিআই তাদের অফিসিয়াল টুইটারে জানিয়েছে, বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন শিখর ধাওয়ান। আমরা তার দ্রুত সুস্থতা কামনা করছি। সূত্র: ক্রিকইনফো।