মঙ্গলবার   ১৮ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৩ ১৪৩২   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৭

শাহরিয়ার আলমের প্রচারণায় ক্রিকেটার মিরাজ

খেলা ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৮:৪৩ পিএম, ২৬ ডিসেম্বর ২০১৮ বুধবার

রাজশাহীর বাঘায় জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ নৌকার পক্ষে ভোট প্রার্থনা করেছেন। এসময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের পক্ষে নির্বাচনী প্রচারণায়ও অংশ নেন তিনি।

 

রবিবার বেলা সাড়ে ১২টায় বাঘা উপজেলার আড়ানী মনোমোহীনি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে তিনি ভোট চান।

এ সময় মেহেদী হাসান মিরাজ বলেন, ‘এ সরকার যত উন্নয়ন করেছে, যত মানুষের পাশে থেকেছে, অন্য কোনো সরকার এমনভাবে উন্নয়ন করতে পারেনি। তাই আপনারা পুনরায় নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করবেন।’ আওয়ামী লীগের প্রার্থী শাহরিয়ার আলম বলেন, ‘রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) এলাকায় উন্নয়ন করে আমরা প্রমাণ করেছি, নৌকায় ভোট দিলে দেশের ও জনগণের উন্নয়ন হয়। তাই আগামী ৩০ডিসেম্বর স্বাধীনতার স্বপক্ষের শক্তিকে নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয় মাসের আরেকটি বিজয় উদযাপন করবেন।’

 এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক জেলা কোর্স আনোয়ার মোস্তাকিন টরে, আড়ানী পৌর আওয়ামী লীগের সভাপতি শহীদুজ্জামান শাহীদ, সাধারণ সম্পাদক আবদুল মতিন, উপজেলা যুবলীগের সভাপতি কামরুজ্জামান নিপন, আড়ানী পৌর যুবলীগের সভাপতি কামরুল হাসান জুয়েল প্রমুখ।