মঙ্গলবার   ২৩ ডিসেম্বর ২০২৫   পৌষ ৯ ১৪৩২   ০৩ রজব ১৪৪৭

২৪ ঘণ্টায় রাজধানীর হাসপাতালে ৫৬ ডেঙ্গু রোগী

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৮:৫০ এএম, ২০ জুন ২০১৯ বৃহস্পতিবার

রাজধানীর হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর সংখ্যা। গত চব্বিশ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে ৫৬ জন। এ মৌসুমে ডেঙ্গুতে এ পর্যন্ত মারা গেছেন ২ জন। তবে বিশেষজ্ঞরা বলছেন, সঠিক সময়ে ডাক্তারের শরণাপন্ন হতে পারলে এই রোগে ঝুঁকি নেই।

 রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ ইউনিট। এখানে চিকিৎসাধীন ডেঙ্গু আক্রান্ত আট শিশু। এই হাসপাতালে ডেঙ্গু জরের ১২ রোগী ভর্তি রয়েছেন, যাদের মধ্যে নয়জনই শিশু।

নগরজুড়ে ডেঙ্গুর ছোবলের শিকার অধিকাংশেরই বয়স এক থেকে বারোর মধ্যে। গত চব্বিশ ঘণ্টায় সরকারি হাসপাতালে ৩১ জন ও বেসরকারি হাসপাতালে ২৫ জন ভর্তি হয়েছে ডেঙ্গু আক্রান্ত হয়ে । 

বিশেষজ্ঞরা বলছেন, সঠিক সময়ে চিকিৎসকের পরামর্শ নিলে ডেঙ্গুর ভয়াবহতা থেকে অনেকাংশেই রেহাই পাওয়া সম্ভব। 

রোগ প্রতিরোধেও নেয়া হয়েছে প্রস্তুতি। রাজধানী ও এর আশেপাশে সরকারি ২৮ বেসরকারি ৩৬ হাসপাতালের ১ হাজার ৩৫০ জন চিকিৎসক ও ১৫৯ জন সেবিবাকে দেয়া হয়েছে ডেঙ্গু চিকিৎসার বিশেষ প্রশিক্ষণ।