মঙ্গলবার   ২৩ ডিসেম্বর ২০২৫   পৌষ ৯ ১৪৩২   ০৩ রজব ১৪৪৭

রাজধানীতে বন্দুকযুদ্ধে ১ জনের মৃত্যু

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৮:২৬ এএম, ২০ জুন ২০১৯ বৃহস্পতিবার

রাজধানীতে বন্দুকযুদ্ধে অজ্ঞাত এক যুবকের (২৫) মৃত্যু হয়েছে।  বৃহস্পতিবার (২০ জুন) সকাল পৌনে ৪টার দিকে মোহাম্মদপুর থানাধীন বছিলা সিটির শেষ মাথায় নদীর পাড়ে এ ঘটনা ঘটে।  

এ সময় ঘটনাস্থল থেকে দু’টি পিস্তল, ছুরি, চাপাতি উদ্ধার করা হয়েছে।

মোহাম্মদপুর থানার এস আই শাহীদুল ইসলাম জানান, ওই এলাকায়  র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধের ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে। মরদেহ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সুরতহাল প্রতিবেদন অজ্ঞাত হিসেবে উল্লেখ করা হয়েছে। ওই যুবকের নাম-ঠিকানা জানার চেষ্টা চলছে।