বুধবার   ২৩ জুলাই ২০২৫   শ্রাবণ ৮ ১৪৩২   ২৭ মুহররম ১৪৪৭

ভেনেজুয়েলায় আটকে গেল ব্রাজিল

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১২:০৯ পিএম, ১৯ জুন ২০১৯ বুধবার

দলের সেরা তারকা খেলোয়াড় নেইমারকে ছাড়া কোপা আমেরিকা শুরু করে ব্রাজিল শিবির একটু ভয়েই ছিল। কিন্তু প্রথম ম্যাচে বলিভিয়ার বিপক্ষে ৩-০ গোলে জয় লাভ করে সেই শঙ্কা উড়িয়ে দিয়েছে তারা। তবে এবার ভেনেজুয়েলার কাছে হোঁচট খেল ব্রাজিল। ভেনেজুয়েলার বিপক্ষে গোলশূন্য ড্র করেছে তিতের দল।
 
বাংলাদেশ সময় বুধবার সকালে সালভাদরে ‘এ’ গ্রুপের ম্যাচে ব্রাজিল-ভেনেজুয়েলা মুখোমুখি হয়। ম্যাচটি ড্র হওয়ায় ভেনেজুয়েলার কাছে পয়েন্ট হারিয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। যদিও ব্রাজিল তিনবার ভেনেজুয়েলার জালে বল পাঠিয়েছে। কিন্তু তিনটি গোলই বাদ দিয়ে দেয় ম্যাচ রেফারি। ফাউল এবং অফসাইডের শিকার হয়ে পয়েন্ট হারাতে হয় ব্রাজিলকে।

ভেনেজুয়েলার বিপক্ষে পয়েন্ট হারালেও টেবিলের শীর্ষে রয়েছে আট বারের কোপা চ্যাম্পিয়নরা। দুই ম্যাচে একটি জয় ও ড্রয়ে ৪ পয়েন্ট রেখেছে ঝুলিতে। আগামী শনিবার বাংলাদেশ সময় রাত ১টায় সাও পাওলোতে গ্রুপ পর্বের পরের ম্যাচে পেরুর মুখোমুখি হবে ব্রাজিল।