মঙ্গলবার   ১৮ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৩ ১৪৩২   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৭

প্রথমবার জনসম্মুখে সানিয়া-শোয়েবের ছেলে ইজান

খেলা ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৮:৩৭ পিএম, ২৬ ডিসেম্বর ২০১৮ বুধবার

বয়স দুই মাস হয়ে গেছে। তবে প্রকাশ করা হয়নি দুই প্রতিদ্বন্দ্বী পাকিস্তান ও ভারতের বংশাদ্ভুত সন্তানের ছবি। অবশেষে ভারতীয় সানিয়ার গর্ভে পাকিস্তানি শোয়েব মালিকের ঔরষজাত ইজানের ছবি আসল স্যোসাল মিডিয়ায়।

 

আগেও দুই-একবার সানিয়ার ইনস্টাগ্রামে ছেলে ইজানকে নিয়ে ছবি পোস্ট করেন। তবে তখন মুখ দেখা যায়নি। শনিবার ছেলের হাসিমাখা একটি ছবি সানিয়া মির্জা নিজেই টুইটারে পোস্ট করেন। ছবির নীচে ক্যাপশন দিয়েছেন, ‘দ্রুত গতির রাস্তায় জীবন কাটানোর মজাটাই অন্যরকম! গোটা দুনিয়াকে হ্যালো বলার এই তো সময়!’

 

উর্দু ভাষায় ইজান শব্দের মানে ঈশ্বরের উপহার! টেনিস কোর্ট থেকে এখন অনেকটাই দূরে। সানিয়া জানিয়েছেন, ২০১৯ সালের মাঝামাঝি ফিরবেন।