মঙ্গলবার   ১৮ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৩ ১৪৩২   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৭

হাল ছাড়ছেন না তাইজুল

খেলা ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৮:০৭ পিএম, ২৬ ডিসেম্বর ২০১৮ বুধবার

সকালে দলের প্রয়োজনে ব্যাট হাতে লড়াই করেছেন। ৩২ রানের ইনিংস খেলে দলকে বড় সংগ্রহ এনে দিয়েছেন। এরপর নেমেছিলেন নিজের ভূমিকায়। বল হাতে প্রতিপক্ষকে গুঁড়িয়ে দেওয়ার পথে ৬ উইকেট তুলে নিয়েছেন।

 

বাংলাদেশ ক্রিকেট লিগে গতকালের দিনটা ছিল তাইজুল ইসলামের চলতি বছরের বিজ্ঞাপন। সারা বছর বড় দৈর্ঘের ক্রিকেটে এমনই অসাধারণ সময় কাটিয়েছেন। বল হাতে একে একে এই বছরে তুলে নিয়েছেন ৭৫টি প্রথম শ্রেণির উইকেট। টেস্টে নিয়েছেন দেশের এ বছরের সর্বোচ্চ ৪৩ উইকেট। সবমিলিয়ে এ বছর তাইজুল যেনো পর পাথর।

কথাটা শুনে তাইজুল চিরচেনা তার লাজুক হাসিটা হাসলেন। একটু আপত্তি করে বললেন, ‘না তেমন কিছু না। সময়টা ভালো যাচ্ছে, এই যা। সবসময়ই এমন চেষ্টা করি। সবসময় চেষ্টাটা কাজে লাগে না। আল্লাহর রহমতে এ বছর চেষ্টায় ভালো ফল পাচ্ছি।’

অন্তত প্রথম শ্রেণির ক্রিকেট, বিশেষ করে টেস্ট ক্রিকেট সাক্ষ্য দেবে, এ বছরে তাইজুল যে ফল পেয়েছেন, তা অনেক বোলারের কাছেই স্বপ্ন। এ বছর তিনি বাংলাদেশের বোলারদের মধ্যে সর্বোচ্চ ৪৩টি উইকেট পেয়েছেন মাত্র ৭ টেস্ট খেলে। চলতি বছরে একটা সময় পর্যন্ত বিশ্বেরই সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন। কিন্তু বেশি ম্যাচ খেলার সুযোগ নিয়ে তাকে টপকে গেছেন দিলরুয়ান পেরেরা, নাথান লায়নরা। গতকালের আগ পর্যন্ত দুজনেরই ছিল ৪৮ করে উইকেট।

বৈশ্বিক এই প্রতিযোগিতায় তাইজুল যে এখন শীর্ষে নেই, সেজন্য একমাত্র তিনি বাংলাদেশের ম্যাচ কম খেলাকে দায় দিতে পারেন। ম্যাচ কম খেলা নিয়ে তাইজুলের আফসোস আছে। তবে মজার ব্যাপার হলো, সেটা নিজের জন্য নয়। ম্যাচ কম খেলা বিষয়ে বলতে গিয়ে তাইজুল বলছিলেন, ‘এ বছর তো তবু ৭টা ম্যাচ খেলেছি। বাংলাদেশ ৮টা ম্যাচ খেলেছে। বেশি ম্যাচ খেললে আমি করতাম, সেটা তো আগে থেকে বলা যায় না। তবে ম্যাচ বেশি হলে সবসময় সেটা ভালো। দেশের ক্রিকেটের জন্যই সেটা ভালো হয়। আশা করি, সামনের বছরগুলোতে আমরা আরো বেশি করে টেস্ট খেলতে পারবো।’

তাইজুলের অবশ্য আফসোস করার আরো অনেক কারণ আছে। তিনি এখন শুধুই টেস্ট ক্রিকেটার বলে বিবেচিত। অথচ ওয়ানডেতে হ্যাটট্রিক করে অভিষেক হয়েছিল তার। অথচ সেই অভিষেকের পর আর মাত্র ৩টি ওয়ানডে খেলার সুযোগ পেয়েছেন তিনি। টি-টোয়েন্টিতে এখনও মাঠে নামারই সুযোগ পাননি। এমন সোনালী সময় কাটছে, অথচ সীমিত ওভারের ক্রিকেটে ডাকই পাচ্ছেন না!

আরো পড়ুন: ২৮ ডিসেম্বর মধ্যরাত থেকে প্রচারণা বন্ধ

তারপরও তাইজুলের আফসোস নেই। বলছিলেন, সময় যখন পক্ষে আসবে, তখন ঠিকই ডাক পাবেন, ‘আমি কোনো কিছু নিয়ে আফসোস করি না। ভালো পারফরম করতে থাকলে এক সময় সুযোগ আসবে। নির্বাচকরা যখন আমাকে যোগ্য মনে করবেন, তখন ডাকবেন।’

তাইজুলের আরেকটা আফসোসের কথা দিয়ে শেষ করার ইচ্ছে ছিল। এ বছর ৪৩ উইকেট পেলেন; কিন্তু পূরণ হলো না ৫০ উইকেট নেওয়ার স্বপ্ন। আর এই আফসোসের প্রশ্ন উঠতেই তাইজুল বললেন, এ ব্যাপারেও তিনি হাল ছাড়ার লোক নন। তিনি চেষ্টা চালিয়ে যাবেন, ‘৫০ উইকেট এক বছরে নিতে পারাটা বড় ব্যাপার। এ বছর হয়নি; হয়তো সামনে হবে। আমি চেষ্টা করে যাবো। হাল ছাড়বো না।’

এই হাল না ছাড়াটাই তাইজুল ইসলামকে চিনিয়ে দেয়।