মঙ্গলবার   ১৮ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৩ ১৪৩২   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৭

ধীরে-স্বস্তিতে প্রথম দিন পার ভারতের

খেলা ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৮:০২ পিএম, ২৬ ডিসেম্বর ২০১৮ বুধবার

ধীরগতিতে প্রথম দিন পার করল ভারত। মেলবোর্নে বুধবার দিনের খেলা শেষে ভারতের সংগ্রহ দাঁড়িয়েছে দুই উইকেটে ২১৫ রান।

 

অস্ট্রেলিয়ার বিপক্ষে টস জিতে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। দলীয় ৪০ রানে হনুমা বিহারী প্রথম ব্যাটসম্যান হিসেবে আউট হন। এরপর দ্বিতীয় উইকেটে জুটি বাঁধেন মায়াঙ্ক আগারওয়াল ও চেতেশ্বর পূজারা।

 

দ্বিতীয় সেশনের শেষ দিকে এসে আগারওয়াল আউট হন। মেলবোর্নে অভিষিক্ত এই ওপেনার প্রথমদিনেই করেছেন ৭৬ রান। ১৬১ বল থেকে ৮টি চার ও একটি ছক্কার মারে এই রান করেছেন তিনি। ‍

পরে পূজারার সঙ্গে যোগ দেন অধিনায়ক বিরাট কোহলি। এই দুজন অবিচ্ছিন্ন থেকে দিনশেষ করেছেন। পূজারা ৬৮ ও কোহলি ৪৭ রান করেন। ভারতের আউট হওয়া দুটি উইকেটই নিয়েছেন অ্যারন ফিঞ্চ।