বৃহস্পতিবার   ২১ আগস্ট ২০২৫   ভাদ্র ৬ ১৪৩২   ২৬ সফর ১৪৪৭

বাবা দিবসে পিতাকে স্মরণ খাশোগি পুত্রের

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০১:৫৭ পিএম, ১৭ জুন ২০১৯ সোমবার

দুঃখ ভরাক্রান্ত মনে আন্তর্জাতিক বাবা দিবসে নিজের বাবাকে স্মরণ করলেন খুন হওয়া সৌদি সাংবাদিক জামাল খাশোগির পুত্র সালাহ খাশোগি। 

রোববার আন্তর্জাতিক বাবা দিবসে সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে “হ্যাপি ফাদারস ডে” লিখে নিজের বাবাকে স্মরণ করেন তিনি। - খবর আনাদলু এজেন্সি

সৌদি ভিন্নমতাবলম্বী সাংবাদিক জামাল খাশোগি গেল বছরের ২ অক্টোবর তুরস্কের ইস্তাম্বুলে অবস্থিত সৌদি দূতাবাসে নির্মম হত্যাকাণ্ডের শিকার হন। 
এ হত্যাকাণ্ডের সঙ্গে সৌদি সরকার ও দেশটির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান জড়িত বলে অভিযোগ উঠলেও সৌদি সরকার তা অস্বীকার করে আসছে।