সোমবার   ২২ সেপ্টেম্বর ২০২৫   আশ্বিন ৬ ১৪৩২   ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

ছেলের সামনেই খুল্লমখুল্লা পোশাক মালাইকার, ট্রোলড হলেন সুন্দরী!

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১১:৫৫ এএম, ১৭ জুন ২০১৯ সোমবার

টানটান শরীর, নির্মেদ শরীরী ভাঁজ। ৪৫ বছর বয়সেও মালাইকা যেন এখনো তরুণী। সেই সুন্দরীই এবার তার পোশাকের জন্য ট্রোলড হলেন।

ছেলে অরহান খানকে নিয়ে বেড়িয়েছিলেন তিনি। আর ছেলের সামনেই এমন পোষাক কেন পড়লেন এ নিয়ে উঠেছে প্রশ্ন। শুধু প্রশ্ন করেই ক্ষান্ত হলেন না নেটিজেনেরা কুৎসা রটালেন।

তবে কী এমন পোশাক পরলেন মালাইকা যার জন্য এত কথা শুনতে হচ্ছে তাকে? 

 

 

ছেলেকে নিয়ে বের হওয়ার সময় তিনি পড়েছিলেন সাদা রঙের একটি ড্রেস। যা অনেকটাই ছিল খুল্লমখুল্লা। আর এর সঙ্গে বিশেষ ব্র্যান্ডের ব্যাগ নিয়েছিলেন অভিনেত্রী। 

তবে তিনি তো এমন পোশাকেই অভ্যস্থ। পোশাক নিয়ে কখনো কোনো ছুৎমার্গ নেই মালাইকার। আর তার শরীরের গঠন অনুযায়ী বেশ মানিয়েও যান তিনি।