সোমবার   ২২ সেপ্টেম্বর ২০২৫   আশ্বিন ৬ ১৪৩২   ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

মীরার সঙ্গে শাহিদের ঝগড়া, মিটতে সময় নেয় ১৫ দিন!

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১১:৫৩ এএম, ১৭ জুন ২০১৯ সোমবার

শাহিদ কাপুর এবং মীরা রাজপুত হলেন বলিউডের জনপ্রিয় দম্পতি। কিন্তু যে কোনো সম্পর্কের মতো তাদের সম্পর্কেও খারাপ সময় আসে। আবার তা সামলেও নেন তারা। সম্প্রতি নেহা ধুপিয়ার শো-এ গিয়ে সেই খারাপ সময়ের কথা শেয়ার করেছেন শাহিদ।

শাহিদের কথায়, প্রথমত মীরার সঙ্গে ঝগড়া হলে আমি খুব আপসেট হয়ে যাই। আমাদের ঝগড়া খুব কম হয়। কিন্তু ঝগড়া হলে তা ১৫ দিনের আগে মেটে না।

নিজেদের সম্পর্ক নিয়ে শাহিদ বলেন, যত অভিজ্ঞতা বাড়ে, সম্পর্ক তত মজবুত হয়। ঝগড়া হবেই। কিন্তু সেটা আমরা মিটিয়ে নেওয়ার চেষ্টা করি।

 

২০১৫ সালে ৭ জুলাই বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছিলেন শাহিদ-মীরা। তাদের দুই সন্তান রয়েছে মিশা এবং জৈন।

এদিকে, শাহিদের ‘কবীর সিং’ শিরোনামে অভিনয় করেছেন। যেখানে তার সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন কিয়ারা আদভানী। আগামী ২১ জুন মুক্তি পাবে এই ছবি। অন্যদিকে দুই সন্তান আর একটু বড় হলে মীরাও শুরু করতে পারেন তার অভিনয়ের ক্যারিয়ার। আপাতত সংসার নিয়ে ব্যস্ত মীরা।